• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খোলা পিঠ, স্তন ঢাকা নাম মাত্র পোশাকে! ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে নেচে ভাইরাল উরফি জাভেদ

Published on:

উরফি জাভেদ,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,ভাইরাল,ট্রেন্ড,সোশ্যাল মিডিয়া,urfi javed,Social media,viral,kancha badam,bhuban badyakar

দুটি ভাইরাল কন্টেন্ট যখন এক হয়ে যায় তখনই শিরোনাম হয়। গত কয়েক দিন ধরেই নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের বাদাম বিক্রির জন্য তৈরী করা ‘কাঁচা বাদাম (kacha badam)’ গান । ট্রেন্ডে গা ভাসানোর আসক্তি এখন প্রতিটা নেটিজেনের মধ্যেই রয়েছে। আর সেটা ইন্সটাগ্রামের রিল খুললেই বোঝা যায়। নেটিজেনদের মুখে মুখে এখন একটা শব্দ খুব ঘোরে তা হল ‘ভাইরাল’। কখন যে কে, কীভাবে ভাইরাল হবে তা বোঝা হয়ে যায় মুশকিল। আর ভুবন বাবুর গাওয়া ‘কাঁচা বাদাম’ এখন ভাইরালের পাশাপাশি ট্রেন্ডও বটে।

ইতিমধ্যেই এই গানের হাজারো রিমেক, গানের কভার, নাচ সবই বেরিয়ে গিয়েছে। শুধু দেশ নয় সারা বিশ্ব জুড়েই এখন দাপিয়ে বেড়াচ্ছে এই গান। বলিউড, টলিউড থেকে শুরু করে সব নামী দামী কন্টেন্ট ক্রিয়েটাররাও এই গানে রিল বানিয়ে ফেলেছেন। তবে নেটপাড়ার সেনসেশন উরফি জাভেদই (Urfi Javed) বা বাদ যাবেন কেন?

উরফি জাভেদ,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,ভাইরাল,ট্রেন্ড,সোশ্যাল মিডিয়া,urfi javed,Social media,viral,kancha badam,bhuban badyakar

বিতর্ক আর বিগবস যেখানে হাত ধরাধরি করে চলে, সেখানে একটু অন্যরকম কাজ কর্ম করলে কেউ যে চর্চাতে থাকবেই তা বলাই বাহুল্য। আর এই ফান্ডাকে কাজে লাগিয়েই লাগাতার বিখ্যাত হওয়ার জন্য অদ্ভুত অদ্ভুত কাজ কর্ম করে চলেছেন উরফি জাভেদ (Urfi Javed)।

উরফি জাভেদ,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,ভাইরাল,ট্রেন্ড,সোশ্যাল মিডিয়া,urfi javed,Social media,viral,kancha badam,bhuban badyakar

তিনি রাস্তায় বেরোনো মানেই ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় মানেই হরেক রকম মানুষের মেলা। আমজনতা থেকে সেলিব্রেটি প্রতিমুহূর্তে নিত্যনতুন আপডেট নিয়ে হাজির হন সকলে। তবে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা সব পোস্টই যে নেটিজেনদের পছন্দের হয় তেমনটা হয়। যার জেরে মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় ট্রোলের বন্যা। আজগুবি পোশাক পরে এমনই একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন বিগবসের প্রতিযোগী উরফি।

উরফি জাভেদ,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,ভাইরাল,ট্রেন্ড,সোশ্যাল মিডিয়া,urfi javed,Social media,viral,kancha badam,bhuban badyakar

তবে সম্প্রতি তিনি নেটিজেনদের নজর কেড়েছেন অদ্ভুত পোশাকের পাশাপাশি কাঁচা বাদাম গানে নেচে। খোলা পিঠ, বুকের সামনে নাম মাত্র কাপর আটকানো একটি হল্টার টপ পরে ভুবন বাদ্যকরের এই গানে নেচে ফের ভাইরাল উরফি। তার এই ভিডিও ঝড়ের বেগে শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥