বলিউডের (Bollywood) চর্চিত ব্যক্তিত্বদের নামের তালিকায় ওপরের দিকেই থাকবে উরফি জাভেদের (Urfi Javed) নাম। একাধিকবার বিতর্কে জড়িয়ে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি। তাঁর ফ্যাশান সেন্স নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। কেউ কেউ এও বলেছেন, উরফি ফ্যাশানের নামে শুধু সর্বস্ব দেখিয়ে বেড়ান। কিন্তু তাতেও কিছু যায় আসে না তাঁর।
উরফি এমন একজন ব্যক্তিত্ব যিনি বিতর্ককে পাত্তা দিতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, নোংরা মন্তব্য শুনতে শুনতে এখন যেন বিষয়টি গা সওয়া হয়ে গিয়েছে তাঁর। খারাপ লাগলেও তা মুখে প্রকাশ করেন না তিনি। বরং এখন নেগেটিভিটিকে এড়িয়ে চলা শিখে গিয়েছেন তিনি। এবার সেই অভিনেত্রীকেই তাঁর ফ্যাশান সেন্সের জন্য রেস্তোরাঁয় (Restaurant) ঢুকতে দেওয়া হল না।
পোশাকের কারণে অতীতেও বহুবার বিড়ম্বনায় শিকার হয়েছেন উরফি। কখনও কটু কথা শুনতে হয়েছে, কখনও আবার হয়েছেন ঠাট্টার পাত্র। তবে রেস্তোরাঁয় ঢুকতে না দেওয়ার ঘটনা এই প্রথম। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে সম্পূর্ণ বিষয়টি শেয়ার করেন ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রী। সেই সঙ্গেই উগড়ে দেন ক্ষোভ।
উরফি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এসব কী! এটা কি সত্যি একবিংশ শতাব্দীর মুম্বাই? আজ আমায় একটি রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। আমার ফ্যাশান পছন্দ না হওয়ায় কোনও অসুবিধা নেই। তবে এর জন্য আমার সঙ্গে ভিন্ন ব্যবহার করা হলে সমস্যা আছে। আর যদি সত্যিই এই কারণটাই হয়, তাহলে দয়া করে সেটা স্বীকার করুন। অন্য কোনও জঘন্য কারণ দেখাবেন না’।
পোশাকের জন্য রেস্তোরাঁয় ঢুকতে পেরে উরফি যে বেশ চটে গিয়েছেন তা তাঁর পোস্ট দেখেই আঁচ করে নেওয়া যাচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে ‘বিগ বস ওটিটি’ খ্যাত অভিনেত্রীর এই ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট। অনেকেই এই বিষয়ে নিজেদের মতামত জানাচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ফ্যাশান আইকন হিসেবে এখন জনপ্রিয়তা পেলেও, উরফি কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী হিসেবে। ‘ইয়ে রিশ্তা ক্যায়া কেহলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কি’ সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এরপর ‘বিগ বস ওটিটি’তে অংশগ্রহণ করার পর জনপ্রিয়তা পাওয়া শুরু হয় উরফির। শোনা যাচ্ছে, তাঁকে রোহিত শেট্টি সঞ্চালিত ‘খতরো কে খিলাড়ি’তে অংশগ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই অফার রিজেক্ট করে দিয়েছেন।