• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শরীর দেখানোর নেশায় মত্ত, ফল মিলল হাতে নাতে! সর্বস্ব দেখিয়ে নজর লাগিয়ে হাসপাতালে উরফি, রইল ছবি

সোশ্যাল মিডিয়ার এই যুগে উরফি জাভেদ (Urfi Javed) নিঃসন্দেহে অনেক বড় একজন তারকা। সামাজিক মাধ্যম খুললেই তাঁর নানান ছবি, ভিডিও চোখে পড়ে। কখনও শামুক দিয়ে, কখনও সেফটিপিন দিয়ে, আবার কখনও চুল দিয়ে শরীর ঢেকে নানান ছবি পোস্ট করে থাকেন তিনি। তা দিয়েই কখনও মেলে সাহসিকতার জন্য তারিফ, আবার কখনও মেলে কটাক্ষ।

‘বিগ বস ওটিটি’ খ্যাত টেলিভিশন দুনিয়ার সেই জনপ্রিয় অভিনেত্রীর শরীরই এখন একেবারে ভালো নেই। অসুস্থ হয়ে ভর্তি (Admitted) হয়েছেন হাসপাতালে (Hospital)। নিজেই হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই জানিয়েছেন নিজের অসুস্থতার কথা।

   

Urfi Javed

রবিবার ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে নিজের একটি ছবি শেয়ার করে উরফি লিখেছেন, ‘হ্যাঁ, আমি হাসপাতালে ভর্তি। আমি বরাবর নিজের শরীরের খেয়াল রাখিনি। আর দেখো এখন কী হল। তবে এখানে আছি বলে আমার হাতে অনেক সময় রয়েছে’।

Urfi Javed,Urfi Javed hospitalized,bollywood,entertainment,উরফি জাভেদ,হাসপাতালে ভর্তি উরফি জাভেদ,বলিউড,বিনোদন

উরফি নিজের শরীর খারাপের কথা জানালেন, তাঁর কী হয়েছে তা খোলসা করে বলেননি। তবে প্রিয় তারকাকে হাসপাতালে ভর্তি দেখে বেশ চিন্তায় পড়েছেন তাঁর অগণিত অনুরাগীরা। উরফির দ্রুত আরোগ্য কামনা শুরু করেছে তাঁরা।

Urfi Javed hospitalized

‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফির সঙ্গেই বিতর্ক যেন একপ্রকার জড়িয়ে রয়েছে। প্রায়ই নিজের অদ্ভুত ফ্যাশান সেন্সের কারণে নেটিজেনদের চরম কটাক্ষের শিকার হন তিনি। কেউ তাঁকে বলেন, জামা কিনে দেবেন, আবার কেউ তাঁকে তাঁর জঘন্য ফ্যাশান সেন্সের কারণে একেবারে ধুয়ে দেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে উরফি নিজের একটি অর্ধ নগ্ন ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রীর ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ ফাঁকা। অভিনেত্রীর স্তন যুগল ঢাকা দেওয়া তাঁর নকল চুল দিয়ে। সেই ছবি শেয়ার করার পরই মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে উরফিকে ধুয়ে দিতে থাকেন নেটিজেনদের একাংশ। অনেকে তো এও বলেন যে, নেটিজেনদের চর্চার কেন্দ্রে থাকার জন্যেই এমন ধরণের অদ্ভুত পোশাক পরেন উরফি।