• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লজ্জার মাথা খেয়ে খুলেই চলেছে কাপড়! গানের ভিডিওতে যৌনতার প্রচার করে কেস খেলেন উরফি

Published on:

Urfi Javed in Legal Trouble after release of Haye Haye Yeh Majboori Music Video

বলিউডের (Bollywood) ‘ফ্যাশান ডিভা’ উরফি জাভেদ (Urfi Javed) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা চলতেই থাকে। ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই প্রতিযোগীর ফ্যাশান সেন্স নেটিজেনদের একাংশের একেবারেই পছন্দ না হলেও রণবীর সিংয়ের মতো বলিউড তারকা উরফিকে ‘ফ্যাশান আইকন’ আখ্যা দিয়েছেন। তবে এবার বলিপাড়ার এই নতুন ‘ফ্যাশান আইকন’ই বড় আইনি জটিলতায় (Legal trouble) ফেঁসেছেন।

করণ জোহর সঞ্চালিত ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই তারকা নিজের বোল্ড ফ্যাশানের কারণে বহুবার বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি যেমন দিওয়ালিতে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের রোষের শিকার হয়েছিলেন তিনি। তবে এবার উরফির বিরুদ্ধে উঠেছে আরও গুরুতর অভিযোগ।

Urfi Javed

সম্প্রতি প্রকাশ্যে এসেছে উরফির নতুন মিউজিক ভিডিও ‘হায় হায় ইয়ে মজবুরি’। সেখানেও বেশ রিভিলিং পোশাক পরে ‘সেক্সি’ অবতারে ধরা দিয়েছেন তিনি। গত ১১ অক্টোবর লঞ্চ হওয়া এই গান এখনও পর্যন্ত প্রায় ৮.৬ মিলিয়ন দর্শক দেখে ফেলেছেন। লাল শাড়িতে উরফির অনেকে তারিফও করেছেন। তবে এই ভিডিওর জেরেই বড় বিপাকে জড়িয়েছেন তিনি।

Urfi Javed Haye Haye Yeh Majboori

জানা গিয়েছে, ‘হায় হায় ইয়ে মজবুরি’তে অতিরিক্ত বোল্ড পোশাক পরে অঙ্গ প্রদর্শনীর কারণে উরফির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। দিল্লির এক থানায় এই টেলি অভিনেত্রীর বিরুদ্ধে ইলেকট্রিক মাধ্যমের দ্বারা যৌন কৃত্য ধরণের কনটেন্ট প্রকাশ বা প্রচার করার মতো অভিযোগ আনা হয়েছে। যদিও এই বিষয়ে উরফি এখনও কিছু মন্তব্য করেননি।

আরও পড়ুন : শরীর দেখাতেই পারি! মেয়েদের শরীর যৌনসামগ্রী নয়, নগ্ন ভিডিও পোস্ট নিয়ে সাফ জবাব উরফি জাভেদের

প্রসঙ্গত, ‘ফ্যাশান আইকন’ উরফি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিরও পরিচিত মুখ। কাজ করেছেন বহু জনপ্রিয় ধারাবাহিকে। সেই লিস্টে নাম রয়েছে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’, ‘চন্দ্র নন্দিনী’, ‘মেরি দুর্গা’, ‘বেপনাহ’, ‘জিজি মা’র মতো ধারাবাহিকের। তবে ‘বিগ বস ওটিটি’র হাত ধরে পরিচিতি পাওয়া শুরু করেন তিনি।

করণ জোহর সঞ্চালিত শো থেকে শুরুর দিকেই বাদ পড়লেও উরফিকে দর্শকদের বেশ পছন্দ হয়ে গিয়েছিল। ‘বিগ বস ওটিটি’তেও কালো রঙের ডাস্টবিন ব্যাগ দিয়ে স্টাইলিশ পোশাক বানিয়ে পরে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। এরপর থেকে তো নিত্যদিন নিজের স্টাইলিংয়ের মাধ্যমে সকলকে অবাক করেই যাচ্ছেন উরফি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥