• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০০ টাকার চুড়ি পরে উরফি গেলেন কাঁচা বাদাম গার্ল অঞ্জলীর জন্মদিনে, রইল ভাইরাল ভিডিও

Published on:

Urfi Javed in Kancha Badam girl Anjali Arora's birthday party

দুই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেনসেশন হলেন উরফি জাভেদ (Uorfi Javed) এবং কাঁচা বাদাম গার্ল (Kancha Bada Girl) অঞ্জলি অরোরা (Anjali Arora)।  রীতিমতো সোশ্যাল মিডিয়ার তারকা এই দুই অভিনেত্রী । গতকাল ছিল অঞ্জলি অরোরার জন্মদিন। আর কাঁচা বাদাম গার্ল-এর সেই জন্মদিনের পার্টিতে (Birthday Party) হাজির হয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন উরফি জাভেদ।

সকলেই জানেন সোশ্যাল মিডিয়ার এই দুই তারকা যাই করেন না কেন তাই জায়গা পায় সংবাদ শিরোনামে। সারাক্ষণ দুজনের দিকেই নজর থাকে পাপারাৎজির ক্যামেরার। ব্যতিক্রম হয়নি গতকালও। বার্থডে গার্ল অঞ্জলি পার্টিতে এন্ট্রি নেওয়া মাত্রই তাঁর দিকে তাক করে দাঁড়ায় কয়েক জোড়া ক্যামেরা।

উরফি জাভেদ,Uorfi Javed,কাঁচা বাদাম গার্ল,Kancha Bada Girl,অঞ্জলি অরোরা,Anjali Arora,জন্মদিনের পার্টি,Birthday Party,ভাইরাল ভিডিও,Viral Video

এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অঞ্জলির বার্থডে পার্টি লুকের বেশ কিছু ছবি আর ভিডিও। জন্মদিনে অঞ্জলি পড়েছিলেন লাল রঙের ভেলভেট হল্টারনেট, স্লিট গাউন। সাথে মানানসই  গর্জাস গর্জাস গয়নায় সাজিয়েছিলেন নিজেকে। সঙ্গে ছিল হেবি মেকআপ। এদিন পার্টিতে ঢোকার আগে পোশাক সামলাতে গিয়ে বেশ হিমশিম খেতে দেখা গিয়েছে অঞ্জলিকে।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)


অন্যদিকে উরফির পরনে ছিল সবুজ রঙের বডি হাগিং থাই হাই স্লিট ড্রেস। তবে এদিন ফ্যাশনিস্তা উরফির সাজে সবার নজর গিয়ে আটকেছিল তার হাতের  ব্রাইডাল গোল্ডেন চুড়ির দিকে। আর কানে পরেছিলেন গোল্ডেন ঝুমকো। এদিন ও ক্যামেরা হাসতে হাসতেই ওরফে জানিয়েছেন ওই চুড়ি গুলো আসলে সোনার নয়, এর দাম মাত্র ২০০ টাকা।


উরফির  প্রকাশ্যে এই স্বীকারোক্তি শুনে পেঅশংসা করেছেন নেটিজেনরা। প্রসঙ্গত এদিন উর্ফি জাভেদ ছাড়াও অঞ্জলীর জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা। সেই তালিকায় ছিলেন উমর রেইজ,পরশ কালনাওয়ার,নিশা রাওয়াল, জিশান খান এবং অন্যান্যরা। তবে এই পার্টিতে উপস্থিত অতিথিদের মধ্যে সকলের নজর কেড়েছিলেন একমাত্র উর্ফি জাভেদ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥