• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইঁদুরে খেয়ে নিয়েছে অর্ধেক জ্যাকেট ! গোলাপি ব্রা পরেই এয়ারপোর্টে ঘুরে বেড়ালেন উরফি জাভেদ

urfi javed,Biggboss ott,Jacket,denims,bra,urfi javed fashion sense,উরফি জাভেদ,বিগবস ওটিটি,জ্যাকেট

বিগবসে প্রতিযোগী হিসেবে এলে যাদের কেউ চিনতো না তারাও রাতারাতি তারকা হয়ে যান। বিগবস ওটিটি-তে (Bigg Boss) আসার পর থেকেই পেজ থ্রির শিরোনামে বারং বার উঠে এসেছে উরফি জাভেদের (Urfi Javed) নাম। ঠোঁট কাটা এই অভিনেত্রীর কিছুদিন আগেই বাদ পড়েছেন বিগবস থেকে। একের পর এক বিস্ফোরক মন্তব্য তাকে কুখ্যাত করে তুলেছিল।

উরফির সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় যে তিনি বেশ সাহসী অবতারেই ক্যামেরার সামনে ধরা দিয়ে থাকেন৷ তার বোল্ড পোশাকের ফাঁক দিয়ে টানটান ফিগার, সুঠাম বক্ষ বিভাজিকা, গভীর নাভি-র স্বাদ পেয়ে থাকেন অনুরাগীরা। বিগ বসের ঘরে গিয়েই নিজের বোল্ড আউটফিট দিয়ে নজর কেড়েছিলেন উরফি, কিন্তু তবুও বিগবসের ঘরে সবার আগে সফর শেষ হয় তারই।

urfi javed,Biggboss ott,Jacket,denims,bra,urfi javed fashion sense,উরফি জাভেদ,বিগবস ওটিটি,জ্যাকেট

সম্প্রতি ফের লাইম লাইট কেড়েছেন উরফি। এবং এবারেও নিজের অদ্ভুত পোশাকের কারণে। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন তিনি, যেখানে তার পোশাকের ছিরি দেখে চোখ কপালে ওঠার জোগাড় নেটিজেনদের। এতদিন পর্যন্ত আমরা জানতাম পোশাক পরা হয় অঙ্গ ঢাকতে, কিন্তু উরফি পুরো উল্টোপূরাণ।

urfi javed,Biggboss ott,Jacket,denims,bra,urfi javed fashion sense,উরফি জাভেদ,বিগবস ওটিটি,জ্যাকেট

এদিন একটি ডেনিম জিন্স এবং শর্ট ডেনিম জ্যাকেটে দেখা যায় উর্ফিকে। কিন্তু তার জ্যাকেটের বিশেষত্ব দেখেই চোখ আটকেছে সকলের। কারণ সেই জ্যাকেট অদ্ভুত ভাবে কাটা। যার জেরে জ্যাকেটের নীচ দিয়ে প্রকাশ্যে আসছে গোলাপি অন্তর্বাসে ঢাকা উরফির অর্ধেক বক্ষ যুগল। জ‍্যাকেটের পেছনে লেখা, প্লাস্টিক ব‍্যবহার বন্ধ করুন। লাগেজের ট্রলি পাশে নিয়েই হাসিমুখে পাপারাৎজির ক‍্যামেরার সামনে পোজ দেন উরফি। ছবি দেখে অভিনেত্রীকে ট্রোল করার সুযোগ ছাড়েননি নেটিজেনরা।

urfi javed,Biggboss ott,Jacket,denims,bra,urfi javed fashion sense,উরফি জাভেদ,বিগবস ওটিটি,জ্যাকেট

কেউ কেউ উরফির পোশাক দেখে জিজ্ঞেস করেছেন ‘তার অর্ধেক জ্যাকেট কি ইঁদূরে খেল?’ আবার কারোর মত বিগবসে টাকা পাননি উরফি তাই জামা কেনারও পয়সা নেই তার। অনেকে আবার রীতিমতো বিরক্ত হয়ে একজন স্টাইলিস্টের পরামর্শ নিতে বলেছেন উরফিকে। এমনকি উরফি ফ‍্যাশন সেন্সকে কটাক্ষ করে ‘রণবীর সিংয়ের বোন’ও বলা হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥