• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লজ্জা বিসর্জন দিয়ে ‘গোপনাঙ্গ’ দেখিয়ে দিলেন উরফি! ভিডিও ভাইরাল হতেই ছিঃছিঃ করছে নেটপাড়া

Published on:

Urfi Javed new red riding hood bikini almost reveals everything video gone viral

এই মুহূর্তে বলিউডের (Bollywood) সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্বের কথা যদি জিজ্ঞেস করা হয় তাহলে অনেকেই নাম নেবেন উরফি জাভেদের (Urfi Javed)। নিজের বিচিত্র ফ্যাশান সেন্সের কারণে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে এবার নিজের বোল্ড ভিডিওর (Video) কারণে সংবাদের শিরোনামে উঠে আসলেন উরফি। সম্প্রতি তাঁর শেয়ার করা একটি ভিডিও দেখে রীতিমতো ছিছিক্কার পড়ে গিয়েছে নেটপাড়ায়।

উরফি এবং বিতর্ক- দিন দিন যেন এই দু’টি বিষয় সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। ভ্যালেন্টাইনস ডে’তে (Valentine’s Day) যেমন লিটল রেড রাইডিং হুড স্টাইলে সেজে উঠেছিলেন তিনি। সেই সাজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন একটি ভিডিও। নিমেষের মধ্যে তা ভাইরাল (Viral) হয়ে যায় নেটপাড়ায়। আর সেই সঙ্গেই শুরু হয়েছে দেদার ট্রোলিং (Trolling)।

Urfi Javed Oops moment

প্রেম দিবসের জন্য উরফি বেছে নিয়েছিলেন লাল রঙের একটি বিকিনি সেট এবং একই রঙের কেপ। তবে নেটের ফিনফিনে অন্তর্বাস পরার জন্য একটি Oops মোমেন্টের শিকার হতে হয় তাঁকে। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওয় স্পষ্ট দেখা যায় তাঁর যোনিপথের বিভাজিকা।

উরফির শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, লাল রঙের কেপ উড়িয়ে স্টাইল করে ক্যাটওয়াক করছেন তিনি। ক্যামেরার কিছুটা সামনে এসে ঘুরে দেখান অভিনেত্রী। আর ঠিক সেই সময়ই প্রকৃষ্ট হয়ে ওঠে তাঁর যোনিপথের বিভাজিকা। এরপর তিনি যখন পিছন ঘোরেন তখন দেখা যায় নিতম্বের অনেকটা অংশ। তা সত্ত্বেও উরফি বজায় রেখেছিলেন নিজের ‘ডোন্ট কেয়ার’ অ্যাটিটিউড।

Urfi Javed Oops moment in red bikini

লিটল রেড রাইডিং হুড স্টাইলে শ্যুট করা সেই ভিডিও শেয়ার করে উরফি ক্যাপশনে লিখেছিলেন, ‘ভিক্টোরিয়া সিক্রেটের মডেলের মতো অনুভব করছি। কখনওই হয়তো এই ভিডিওটি ডিলিট করব না। সকলকে ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা জানাচ্ছি’।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)


উরফির এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ ফিদা হয়ে গিয়েছেন। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘প্রচণ্ড হট লাগছে’। তবে অনেকেই ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিয়েছেন। একজন কমেন্ট করেছেন, ‘কেপের পিছনে সমস্ত কাপড় খরচ না করে দিয়ে সামনেও একটু ব্যবহার করতে পারতেন। তাহলে আপনার গোপনাঙ্গ গোপন থাকত’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥