• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের কলঙ্ক, বিনা পোশাকেই রাস্তায় ফটোশ্যুট! উরফি জাভেদের ছবি ভাইরাল হতেই ধিক্কার নেটিজেনদের

‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফি জাভেদ (Urfi Javed) মানেই যেন বিচিত্র পোশাক। নিজের অন্য ধরণের ফ্যাশানের কারণে সব সময়ই চর্চার কেন্দ্রে থাকেন অভিনেত্রী। কখনও ফটো দিয়ে বানানো পোশাক, আবার কখনও কাঁচ দিয়ে বানানো পোশাক পরে অনুরাগীদের তাক লাগিয়ে দেন তিনি।

তবে এবার উরফি সব সীমা অতিক্রম করে ফেললেন! এবার বিচিত্র জিনিস দিয়ে পোশাক বানিয়ে নয়, বরং প্রায় নগ্ন হয়ে ফটোশ্যুট করে চর্চার কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী। অভিনেত্রীর গায়ে ছিল শুধুমাত্র মিষ্টির ওপর ব্যবহৃত রূপোর তবক (Chaandi vark)।

   

Urfi Javed covers her breasts with her hair

রবিবার নিজের সাম্প্রতিক ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন উরফি। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে কিছু নেই। বক্ষদেশে শুধুমাত্র রূপোর তবক দেওয়া। ছবিগুলির ক্যাপশনে ২৪ বছর বয়সি উরফি লিখেছেন, ‘উদ্ভাসক। এটার জন্য রূপোর তবক ব্যবহার করেছি’।

‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রীর রূপোর তবক পরা সকল ছবি মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশ তাঁকে তাঁর এই উদ্ভট ফ্যাশান সেন্সের কারণে ধুয়েও দিচ্ছেন। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কবিতা কৌশিকও উরফির এই ফটোশ্যুট দেখেছেন। অভিনেত্রীর ছবিতে কবিতা কমেন্ট করেছেন, ‘আরে কাজু বরফি’।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

উরফি জাভেদ নিজের ফ্যাশান সেন্সের কারণে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন। কাঁচ থেকে শুরু করে শামুকের খোলস- ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী যে কী কী দিয়ে পোশাক বানিয়ে পরেছেন, তা গুনে শেষ করা যাবে না।

এমন ভিন্ন ধরণের ফ্যাশান সেন্সের কারণে উরফিকে বহুবার কটাক্ষের শিকার হতে হলেও, বলিউড সুপারস্টার রণবীর সিং কিন্তু তাঁকে সম্প্রতি ‘ফ্যাশান আইকন’ বলে সম্বোধন করেছেন। ‘কফি উইথ করণ’এর মঞ্চে অভিনেতা উরফির বিষয়ে এই মন্তব্য করেন। যা শুনে ‘পাঞ্চ বিট’, ‘চন্দ্রনন্দিনী’, ‘ইয়ে রিশ্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমি জানি না আমার কেমন প্রতিক্রিয়া দেওয়া উচিত! কিন্তু রণবীর সিং আপনি খুব মিষ্টি মানুষ’।