বিটাউনে সর্বদাই চর্চায় থাকেন এমন একজন অভিনেত্রী হলেই উরফি জাভেদ (Urfi Javed)। অদ্ভুত সমস্ত ছেঁড়া ফাটা পোশাক পরে হামেশাই চর্চায় উঠে আসেন অভিনেত্রী। একসময় বিগবসের (Bigboss) প্রতিযোগী হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে নিজের পোশাকের কারণেই তুমুল চর্চায় থাকেন। তবে এবার নীল ছবির শুটিংয়ে একেবারে হাতে নাতে ধরা পড়লেন!
এমনিতেই সোশ্যাল মিডিয়াতে উরফিকে নিয়ে কম সমালোচনা থেকে কটাক্ষ হয় না। সেখানে সম্প্রতি ভাইরাল হয়ে পড়া ভিডিও দেখে একপ্রকার ছিঃ ছিঃ করছে নেটিজেনরা। ভাইরাল হয়ে পড়া এই ভিডিও নিয়েই ইতিমধ্যেই তুমুল চর্চাও শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। ১২ মিনিটের এই ভিডিওতে ডিরেক্টরের অফিসে নতুন ছবির শুটিং ও কাহিনী নিয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
ভিডিওতে থাকা দুই ব্যক্তি প্রথমে নিজেদের ডিরেক্টর বলে পরিচয় দিয়েছে। তাঁরা উরফিকে বলছেন যে হলিউডের ‘টাইটানিক’ এর মত আইকনিক ছবি তৈরী করা হবে। আর সেই ছবির জন্যই নায়িকা হিসাবে নেওয়া হবে তাকে। এখানেই শেষ নয়, বলিউডের রণবীর কাপুর থাকবেই এই ছবিতে খলনায়কের চরিত্রে। হলিউড থেকেও এক তারকাকে নিয়ে আসা হবে যে উরফির বিপরীতে অভিনয় করবেন।
এই সমস্ত কিছু বলার পর ওই দুই ব্যক্তি মিলেই একব্যক্তিকে হাজির করেন। তাঁর গায়ের জ্যাকেট থেকে পরনের প্যান্ট খুলিয়ে নগ্নপ্রায় করে দেওয়া হয়। এরপর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য বলা হয়। অভিনেত্রী সেই প্রস্তাবে রাজিও হয়ে যান। এরপর শুরু হয় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং। কিন্তু শুটিং চলাকালীনই দরজা খুলে ভেতরে চলে আসে পুলিশ।
শুটিংয়ের সময় পুলিশ ঘরে ঢুকে আসতেই ডিরেক্টরদের লাঠি দিয়ে মারতে শুরু করে। এই দেখে উরফি নিজেও প্রথমে কিছুটা অবাক হয়ে যান। তারপর রেগে লাল হয়ে যান অভিনেত্রী। বুঝতেও পারছিলেন না কে হচ্ছে টা কি! এরপর পুলিশ উরফিকে থানায় নিয়ে যাবার কথা বলতেই মেজাজ হারাজ তিনি। সোজা ফোন লাগান নিজের ম্যানেজারকে। কেন শুটিংয়ের মাঝে পুলিশ এসেছে!
ম্যানেজারকে ফোন করে অভিনেত্রী আসল ঘটনা বুঝতে পারেন। আসলে গোটা ব্যাপারটাই ছিল একটা প্রাঙ্ক। অভিনেত্রীর সাথে প্ল্যান করেই এই প্রাঙ্ক করা হয়েছে। তবে একমুহূর্তের জন্য ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। ভিডিওর শেষ উরফি নিজেই জানিয়েছেন, আমি ভেবেছিলাম আমার কেরিয়ার শেষ। কালকেই খবরের কাগজে হেডলাইন হবে, [পর্ন ছবি বানাতে গিয়ে ধরা পড়লেন উরফি!’
View this post on Instagram
গোটা প্র্যাঙ্কের এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর হু হু করে ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই গোটা ভিডিওটি দেখে হেসেওছেন প্রচুর। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে নতুন করে তৈরী হয়েছে বিতর্ক। কারণ ভিডিওটিতেও অদ্ভুত এক পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। যদিও নিজের পোশাকের কারণে কটাক্ষকে পাত্তাও দেন না উরফি।