বলিউডের (Bollywood) বিতর্কিত ব্যক্তিত্বদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয়, তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে উরফি জাভেদের (Urfi Javed)। উরফি আর বিতর্ক যেন দিন দিন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। নিজের বিচিত্র রকমের পোশাক হোক কিংবা বিস্ফোরক মন্তব্য, উরফি ঠিক কোনও না কোনও কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠেই আসেন।
‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রী নিজের সর্বস্ব দেখিয়ে ভাইরাল হয়েছে বহুবার। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছেন তিনি। যদিও এই শরীর দেখানোর জন্য কম কটাক্ষও শোনেন না উরফি। তবে সেসবকে পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি যেমন সংবাদমাধ্যমের ভিডিওয় উরফি সদর্প ঘোষণা করেন তাঁর শরীর দেখানো বজায় থাকবে!
নতুন বছরের শুরু থেকেই একের পর এক কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন উরফি। কখনও তাঁকে দেখা গিয়েছে, নখ দিয়ে বানানো পোশাক পরতে, আবার কখনও দেখা গিয়েছে, খাবারের প্লেট এবং গ্লাস দিয়ে নিজের স্তনযুগল ঢেকেছেন তিনি। উরফির যেন থামার নাম নেই!
সম্প্রতি অবশ্য ‘এমটিভি স্প্লিটসভিলা’ অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর ‘উলঙ্গ নাচ’ বন্ধ হবে না। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে উরফির এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরোচ্ছেন উরফি। তখনই পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময় এই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, ছাই রঙের একটি ব্রালেট এবং মিনি স্কার্ট পরে বিমানবন্দর থেকে বেরোচ্ছেন উরফি। তখনই তাঁকে ছেঁকে ধরে ছবিশিকারীরা। তাঁদের মধ্যে একজন অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, ‘মানুষ আপনাকে এত ভালোবাসে, তাঁদের উদ্দেশে কী বলবেন আপনি?’
View this post on Instagram
জবাবে সাফ সাফ উরফি বলেন, ‘ভালোবাসার কথা তো জানি না! তবে আমার এই উলঙ্গ নাচ বজায় থাকবে’। একথা বলেই হাসতে থাকেন অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ প্রতিযোগীর জবাব শুনে একজন ছবিশিকারী বলে ওঠেন, ‘আমাদের জন্য কিছু…’। কথা সম্পূর্ণ হওয়ার আগেই পাপারাৎজিদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ দিয়ে বিদায় নেন উরফি। তবে অভিনেত্রীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ফের একবার নেটিজেনদের একাংশ অকথ্য ভাষায় আক্রমণ শুরু করেছেন অভিনেত্রীকে।