• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেঙ্গল টপার হওয়ার পরেও মিঠাইয়ের জায়গা নিল উড়ন তুবড়ি! খেপে লাল মিঠাই ভক্তরা

শেষমেশ দেখিয়ে দিল ‘মিঠাই’ (Mithai)। টানা ৪৪ সপ্তাহ ধরে বেঙ্গল টপার (Bengal Toper) হওয়ার পর স্টার জলসার গাঁটছড়া সিরিয়ালের দাপটে এক ধাক্কায় ছিটকে গিয়ে পড়েছিল পাঁচ নম্বরে। টি আর পির স্কোর বোর্ডে প্রথম স্থান হারালেও দর্শকদের মন থেকে কিন্তু সরানো যায়নি মিঠাইরানিকে। তাই দর্শকদের ভালোবাসা আর গোপালের আশীর্বাদে টানা ১৪ সপ্তাহ পর ফের একবার বেঙ্গল টপারের মুকুট গিয়ে উঠেছে মিঠাইরানির মাথায়।

গত বৃহস্পতিবারেই টিআরপি রিপোর্ট সামনে আসতেই দেখা যায় ফের একবার নিজের পুরনো জায়গা ফিরে পেয়েছে মিঠাই ময়রা। এই খবর পাওয়ার পর থেকেই মিঠাই ভক্তদের মধ্যে বইছে খুশীর হাওয়া। কিন্তু এসবের মধ্যেই নেটপাড়ায় ঘোরাঘুরি করছে নতুন খবর। গাঁটছড়ার খড়িকে টপকে যাওয়ার পরেও নাকি রাত আটটার স্লট হারাতে চলেছে মিঠাইয়ের মোদক পরিবার।

   

মিঠাই,Mithai,বেঙ্গল টপার,Bengal Toper,জল্পনা,Rumour,সোশ্যাল মিডিয়া,Social Media,Uron Tubri,উড়ন তুবড়ি

বলা হচ্ছে এবার বেঙ্গল টপার এই সিরিয়ালের জায়গা নিতে চলেছে জি বাংলার একেবারে নতুন সিরিয়াল ‘উড়ন তুবড়ি’ (Uran Tubri)। একথা আমরা বলছি না বলছে ‘উড়ন তুবড়ি’র নতুন প্রোমো। আর সেই প্রোমো দেখে কার্যত মাথায় হাত মিঠাই ভক্তদের। উড়ন তুবড়ি সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, প্রতিদিন রাত ৮টায় দেখানো হবে এই সিরিয়াল।

মিঠাই,Mithai,বেঙ্গল টপার,Bengal Toper,জল্পনা,Rumour,সোশ্যাল মিডিয়া,Social Media,Uron Tubri,উড়ন তুবড়ি
সম্প্রতি জি বাংলার অফিশিয়াল ইউটিউব পেজে উড়ন তুবড়ির নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, সম্প্রচারের সময়ের জায়গায় লেখা হয়েছে ‘প্রতিদিন রাত ৮টা’য়। যা দেখে কেউ আশঙ্কায় রয়েছেন, তো কেউ চ্যানেল কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন ‘রাত ৮টা মানে কী? ওই সময় তো মিঠাই হয়’। এই প্রোমোর স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ভক্তদের খুব সহজ এবং স্বাভাবিক প্রশ্ন, বেঙ্গল টপার হওয়ার পরেও ‘মিঠাই’কে সরিয়ে দেওয়ার কারণ কি?

মিঠাই,Mithai,বেঙ্গল টপার,Bengal Toper,জল্পনা,Rumour,সোশ্যাল মিডিয়া,Social Media,Uron Tubri,উড়ন তুবড়ি

তবে চিন্তার কিছু নেই! আসলে মিঠাইয়ের স্লট মোটেই পাল্টাচ্ছে না। রোজকার মতোই রাত ৮তে জি বাংলার পর্দায় দেখা যাবে মিঠাই। তবে জি বাংলার ইউটিউব পেজে উড়ন তুবড়ি’র নতুন প্রোমো আপলোড করবার সময় ভুলবশত হেডিং-এ বসানো হয়েছে মিঠাই সিরিয়ালের সম্প্রচারের সময়। কিন্তু ৩ দিন পরেও শোধরানো হয়নি ভুল। এই ঘটনাই দর্শকদের মধ্যে একটা বড়সড় কনফিউশন তৈরি করেছিল।

site