সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে মনের ক্লান্তি দূর করে একমুঠো অক্সিজেন যোগায় একের পর এক বিনোদনমূলক সিরিয়ালগুলি। তাই দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই ইদানিং আসছে একের পর এক জনপ্রিয় সিরিয়াল।
বাংলা সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক আজকের নয়। তবে এখন সময়ের সাথে বদলেছে দর্শকদের সিরিয়াল দেখার রুচি। এই কারণেই এখন পরকীয়া কিংবা সাংসারিক কূটকচালির মতো একঘেয়ে বস্তাপচা কনসেপ্ট নয় ভালো টিআরপি পাওয়ার আশায় ইদানিং অনেক বেশি গুরুত্ব পাচ্ছে একেবারে ভিন্ন স্বাদের একেবারে বাস্তবধর্মী সিরিয়াল।
অল্প দিনেই দর্শকমহলে দারুন জনপ্রিয় জি বাংলার এমনই একটি সিরিয়াল হল ‘উড়ন তুবড়ি’ (Uran Tubri)। সিরিয়ালে নায়িকা তুবড়ির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জি (Sohini Banerjee)। সিরিয়ালে ছোট থেকেই অন্যায় দেখলেই প্রতিবাদ করা অভ্যাস তার, তাই শুরু থেকেই পুলিশ অফিসার হওয়ারই স্বপ্ন ছিল তুবড়ির।
এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন আর কয়েকদিনের মধ্যেই পূরণ হতে চলেছে তুবড়ির সেই আই পি এস অফিসার হওয়ার স্বপ্ন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে এই সিরিয়ালের ১০০ পর্ব (100 Episode)। তাই এই বিশেষ দিনের উদযাপন করতে কেক কেটে ছবি তুলে মেতে উঠতে দেখা গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীদের। ইতিমধ্যেই সোশ্যাল হয়েছে সেই ছবি।
প্রসঙ্গত ১০০ পর্ব সম্পন্ন করলেও দিনরাত এক করে ১৪ ঘণ্টা শ্যুটিং করার ফল মিলছে না কিছুতেই। টি আর পি চার্টে ডাহা ফেল টিম উড়ন তুবড়ি। গত সপ্তাহের টি আর পি (TRP) লিস্টেও প্রমান মিলেছে তার। তবে সিরিয়ালের টি আর পি নিয়েই অতটাও চিন্তিত নন সিরিয়ালের নায়িকা তুবড়ি অভিনেত্রী সোহিনী নিজে। অভিনেত্রীর কথায় ‘আমরা জানি নিজেদের ১০০ শতাংশ দিতে হবে। তাই টিআরপি কমে গেলে কখনও হতাশ হই না। তবে টিআরপি বেড়ে গেলেও উচ্ছ্বসিত হই না।’