• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হ্যাকিংয়ের শিকার হতে পারেন গুগল ক্রোম ব্যবহারকারীরা, বাঁচতে হলে এখুনি আপডেট করুন অ্যাপ

আজকাল সকলের হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। এই স্মার্টফোনের মধ্যে বেশিভাগই হল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন। অ্যান্ড্রয়েড ইউজার সংখ্যা যেহেতু বেশি তাই মাঝে মধ্যেই হ্যাকিয়ের চেষ্টা চালানো হয়। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এগুলো সাধারণ মানুষের স্মার্টফোন তথা কম্পিউটারে প্রবেশ করে। মূলত ইউজারদের ডেটা চুরির উদ্দেশেই হ্যাকারদের হামলা হয়।

মূলত ইন্টারনেটের মাধ্যমেই প্রবেশ ঘটে ভাইরাসের যার ফলে হ্যাকিং হয়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মূল ইন্টারনেট ব্রাউসার হল Google Chrome। গুগল প্রতিনিয়ত তার গ্রাহকদের নিরাপত্তার সংক্রান্ত বিষয় নিয়ে সাবধান থাকতে বলে। যে কোনো থার্ড পার্টি অ্যাপ বা ভুয়া লিংক থেকেই প্রবেশ করতে পারে ভাইরাস। কিন্তু এবার Google এর নিজস্ব ব্রাউজার গুগল ক্রোমের বিরুদ্ধেই এই নিরাপত্তা নিয়ে দুর্বলতার প্রশ্ন।

   

ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের বিশেষ দল CERT-IN গুগল ক্রোমের একাধিক নিরাপত্তাজনিত দুর্বলতা নিয়ে সতর্কবার্তা জারি করেছে। যার ফলে খুব সহজেই যে কোনো গ্রাহকের সেনসিটিভ ইনফরমেশন চুরি হয়ে যেতে পারে। এর থেকে বাঁচতে হলে এখুনি Google Chrome ব্রাউজারটি আপডেট  করার পরামর্শ দিচ্ছে CERT-IN।

যেমনটা জানা যাচ্ছে গুগল ক্রোমে ক্লিপবোর্ড এরর, মিডিয়া, এক্সটেনশন, ডেটা ভ্যালিডেশন, নেটওয়ার্কিং সংক্রান্ত একাধিক সমস্যা নজরে এসেছে CERT-IN এর। যার ফলে হ্যাকাররা চাইলে ইউজারকে কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে প্রেরণ করতে পারে। আর ওই নির্দিষ্ট ওয়েবসাইট খুললেই ইউজারের সমস্ত তথ্য হ্যাকিং এর শিকার হতে পারে। গুগল ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ব্রাউজার Google Chrome এর আপডেটেড ভার্শন উপলব্ধ করেছে। নতুন ভার্শন ৮৭ হল এপর্যন্ত সবচেয়ে বড় আপডেট বলে দাবি করেছে যা হয়তো নরপত্তা জনিত আশঙ্কার  অবসান ঘটাবে।

 

site