• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০২৩এ ধুলোয় মিশবে সাউথ! বদলা নিয়ে বক্স অফিস কাঁপাতে আসছে বলিউডের এই ৮ বিগ বাজেট সিনেমা

Updated on:

8 upcomming Bollywood Big Budget Movies of 2023 ready to make Box Office History

চলতি বছরটা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে আর সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে নতুন বছরে এই চিত্র বদলাতে চলেছে বলে মত বলিউডের মানুষদের। কারণ আগামী বছর মুক্তি পাবে একের পর এক বিগ বাজেট সিনেমা। আজকের প্রতিবেদনে আগামী বছর মুক্তি পেতে চলা (Upcoming Bollywood movies) বলিউডের ৮টি বিগ বাজেট সিনেমার নাম তুলে ধরা হল।

পাঠান (Pathaan)- তালিকার প্রথম নামটিই হল ‘পাঠান’। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন-জন আব্রাহাম অভিনীত এই ছবি। ২৫ জানুয়ারি রিলিজ হতে চলা এই সিনেমার হাত ধরে দীর্ঘ ৪ বছর পর ফের নায়ক হিসেবে পর্দায় ফিরছেন ‘কিং খান’।

Pathaan movie

টাইগার ৩ (Tiger 3)- সলমন খান অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাও আগামী বছর রিলিজ করতে চলেছে। ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’র সাফল্যের পর আসছে ‘টাইগার ৩’। সলমন-ক্যাটরিনা অভিনীত এই ছবি আগামী ২৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tiger 3

যোদ্ধা (Yodha)- সঙ্গীত শিবান পরিচালিত এই ছবিতে একজন অফিসারের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রাকে। হাইজ্যাক হয়ে যাওয়া একটি প্লেন থেকে যাত্রীদের উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আগামী বছর ৭ জুলাই রিলিজ করবে এই ছবি।

Yodha movie

ড্রিম গার্ল ২ (Dream Girl 2)- ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হিট ছবি ‘ড্রিম গার্ল’এর সিক্যুয়েল নিয়ে আসছে আয়ুষ্মান খুরানা। তবে এই সিনেমার নায়িকার চরিত্রে নুসরত ভারুচ্চাকে নয়, বরং অনন্যা পাণ্ডেকে দেখা যাবে। সেই সঙ্গেই অন্নু কাপুর, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, সীমা পাহওয়া, বিজয় রাজ, অভিষেক ব্যানার্জির মতো একাধিক তারকাকে দেখা যাবে। আগামী বছর ঈদে রিলিজ করবে ‘ড্রিম গার্ল ২’।

Dream Girl 2

আশিকী ৩ (Aashiqui 3)- দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে আসছে ‘আশিকী ৩’। এবার মুখ্য চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পরিচালকের আসনে থাকবেন অনুরাগ বসু। এখনও অবশ্য ‘আশিকী ৩’র নায়িকার নাম ঘোষণা করা হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)


স্যাম বাহাদুর (Sam Bahadur)- ফের একবার উর্দি গায়ে পর্দায় হাজির হবেন ভিকি কৌশল। ফিল্ড মার্শাল স্যাম বাহাদুরের চরিত্রে দেখা যাবে তাঁকে। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির প্রথম ঝলক। আর তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। আগামী বছর ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্যাম বাহাদুর’।

Sam Bahadur movie

কৃষ ৪ (Krrish 4)- দীর্ঘ অপেক্ষা শেষে ফের পর্দায় ফিরছে আমাদের ভারতীয় সুপারহিরো ‘কৃষ’। ইতিমধ্যেই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে কাস্টিং এবং গল্প নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

Krrish 4

ডানকি (Dunki)- তালিকার শুরুর মতোই শেষ নামটিও শাহরুখের ছবির। আগামী বছর রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছে ‘কিং খান’।

Shahrukh Khan Dunki Look leaked online

বি টাউনের এই নামী পরিচালকের আগামী ছবি ‘ডানকি’তে দেখা যাবে শাহরুখকে। কমেডি ঘরানার এই ছবির শ্যুটিং প্রায় শেষ। আগামী বছর ২২ ডিসেম্বর রিলিজ করবে এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥