• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথের পৌষমাস বলিউডের সর্বনাশ! ‘পুষ্পা ২’ থেকে ‘PS 2’, বক্স অফিস কাঁপাতে আসছে এই ৮ দক্ষিণী সিনেমা

Published on:

Upcoming south Indian movies to release in 2023

২০২২ সালটা বলিউডের (Bollywood) জন্য একেবারে জঘন্য কেটেছে। অপরদিকে সাউথের জন্য দারুণ গিয়েছিল। দক্ষিণী ইন্ডাস্ট্রির একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে আর সেগুলি বক্স অফিসে ঝড় তুলেছে। নতুন বছরের সঙ্গেই ঘুরে দাঁড়ানোর আশায় বুঝ বাঁধছে বলিউড। অপরদিকে সাউথও নিজের জমি ছাড়তে নারাজ। বলিউডকে ধুলোয় মেশাতে এই বছরই আসছে দক্ষিণী ইন্ডাস্ট্রির এই ৮টি ব্লকবাস্টার সিনেমা (Upcoming south Indian movies)।

পুষ্পাঃ দ্য রুল (Pushpa: The Rule) – সুকুমার পরিচালিত ‘পুষ্পআঃ দ্য রাইজ’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। পুষ্পা-জ্বরে এখনও কাবু দর্শকরা। এক বছর ধরে আল্লু অর্জুন অভিনীত এই ব্লকবাস্টার ছবির দ্বিতীয় পার্টের অপেক্ষা করছেন তাঁরা। এই বছরই আসছে ‘পুষ্পাঃ দ্য রুল’। শীঘ্রই ঘোষণা করা হবে রিলিজ ডেট।

Pushpa 2, Pushpa: The Rule

পোন্নিয়িন সেলভান ২ (Ponniyin Selvan 2) – মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’ গত বছরের অন্যতম হিট সিনেমাগুলির মধ্যে একটি ছিল। ঐশ্বর্য রাই বচ্চন, চিয়া বিক্রম, জয়ম রবি অভিনীত এই সিনেমার দ্বিতীয় ভাগ আগামী ২৮ এপ্রিল রিলিজ করবে।

Ponniyin Selvan 2

সালার (Salaar) – প্রশান্ত নীল পরিচালিত এই ছবিটি নিয়ে দর্শকদের প্রচুর প্রত্যাশা রয়েছে। এই বছরের বহুপ্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি হল প্রভাস অভিনীত এই সিনেমা। আগামী ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা।

Salaar movie

সুরিয়া ৪২ (Suriya 42) – সুপারস্টার সুরিয়া অভিনীত এই ছবিটি রিলিজের আগেই কয়েক কোটি ঘরে তুলে ফেলেছে। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই  ছবিটির হিন্দি স্বত্ব ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে। শীঘ্রই ঘোষণা করা হবে এই ছবির রিলিজ ডেট।

Suriya 42

মাইকেল (Michael) –  আগামী ৩ ফেব্রুয়ারি রিলিজ করবে এই বহুপ্রতীক্ষিত সিনেমা। সন্দীপ কিষাণ এবং বিজয় সেতুপতি অভিনীত এই ছবিতে রয়েছে ভরপুর অ্যাকশন। দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে উন্মাদনা দেখার মতো।

Michael South Indian movie

শকুন্তলম (Shaakuntalam) – আগামী ১৭ ফেব্রুয়ারি রিলিজ করবে গুণাশেখর পরিচালিত এই সিনেমা। দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু এবং দেব মোহনের জুটি দেখা যাবে এই ছবিতে। ছবির প্রথম ঝলক দারুণ পছন্দ হয়েছে দর্শকদের।

Shakuntala movie South

কব্জা (Kabzaa) – কিচ্চা সুদীপ, উপেন্দ্র এবং শ্রিয়া শরণ অভিনীত এই কন্নড় ছবির কাহিনী আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত। আর চন্দ্রু দ্বারা পরিচালিত এই সিনেমার রিলিজের দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে।

Kabzaa south Indian movie

থাঙ্গালান (Thangalaan) – চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘থাঙ্গালান’। অভিনয় করেছেন বিক্রম, মালবিকা মোহননের মতো শিল্পীরা।

Thangaalan

দর্শকরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন পা রঞ্জিত পরিচালিত এই সিনেমার। অবশেষে এই বছরই বক্স অফিস কাঁপাতে আসছে এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥