• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার বীরপুত্রের কাহিনী দেখবে গোটা বিশ্ব! নেতাজীর মৃত্যুরহস্য থেকে পর্দা ওঠাতে আসছে ‘স্পাই’

Published on:

Upcoming south Indian movie Spy teaser out now

চলতি বছর দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির (South Indian Industry) বহুপ্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি হল ‘স্পাই’ (Spy)। ব্লকবাস্টার ‘কার্তিকেয় ২’ খ্যাত অভিনেতা নিখিল সিদ্ধার্থকে দেখা যাবে মুখ্য চরিত্রে। আগেই জানা গিয়েছিল, বাংলার বীরপুত্র নেতাজী সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) কাহিনী ঘিরে আবর্তিত হবে সিনেমা কাহিনী। টিজার (Teaser) প্রকাশ্যে আসার পরেও দেখা গেল সেই দৃশ্যই।

ভারতের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নেতাজী। তাঁর হাতেই গড়ে উঠেছিল ‘আজাদ হিন্দ ফৌজ’। তবে দুর্ভাগ্যবশত ভারতের স্বাধীনতা লাভ তিনি দেখে যেতে পারেননি। ১৯৪৫ সালে একটি প্লেন দুর্ঘটনায় প্রাণ হারান নেতাজী। তবে সত্যিই কি তাই? অনেকের মতে, এই গল্প সাজানো। নেতাজী তখন মোটেই প্রয়াত হননি। ‘স্পাই’য়েও দেখানো হবে এই কাহিনীই।

Spy, Spy movie, Spy teaser

নেতাজীর মৃত্যুরহস্য নিয়ে অতীতে একাধিক সিনেমা, ওয়েব সিরিজ তৈরি হয়েছে। রাজকুমার রাও অভিনীত ‘বোস ডেড অর অ্যালাইভ’ থেকে শুরু করে বাংলার ‘গুমনামী’- একাধিকবার পর্দায় ফুটে উঠেছে এই গল্প। সেই তালিকারই নবতম সংযোজন হতে চলেছে সাউথের ‘স্পাই’। তবে আপনি যদি ভেবে থাকেন, সেই হয়তো একই গল্প এখানে দেখানো হবে। তাহলে জানিয়ে রাখি, একেবারেই ভুল ভাবছেন আপনি। বরং টিজার দেখলে ছবিটি ঘিরে আপনার আগ্রহ বাড়তে বাধ্য।

টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, একজন ব্যক্তি জয়কে (নিখিল সিদ্ধার্থ) ভারতের সবচেয়ে বড় সিক্রেটের কথা বলছেন। কী সেই সিক্রেট? সেটি হল আজাদ হিন্দ ফৌজের স্রষ্টা নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যুরহস্য। টিজারেই দেখা যাবে বলা হচ্ছে, ১৯৪৫ সালে প্লেন দুর্ঘটনায় নেতাজীর মৃত্যুর যে কাহিনী বলা হয়েছিল তা আদতে একটি ‘কভার আপ স্টোরি’।

Spy, Spy movie, Spy teaser

তাহল সত্যিটা কী? সিনেমা দেখতে গিয়েই মিলবে সেই উত্তর। তবে ‘স্পাই’ থেকে আপনি কী কী প্রত্যাশা করতে পারেন তার ঝলক টিজারে বেশ ভালোই মিলেছে। ধুন্ধুমার অ্যাকশন থেকে টানটান উত্তেজনা- এই সিনেমা দেখতে গিয়ে অনুভব হবে এই সকল অনুভূতি।

‘কার্তিকেয় ২’র আকাশছোঁয়া সাফল্যের পর ফের ‘স্পাই’র হাত ধরে বড়পর্দায় ফিরছেন নিখিল সিদ্ধার্থ। টিজারে জয়ের চরিত্রে তাঁর অভিনয়, অ্যাকশন নজর কেড়েছে দর্শকদের। আগামী ২৯ জুন প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই ছবি। বাংলার বীরপুত্র নেতাজীর কাহিনী সিনেপ্রেমী মানুষদের কতখানি আকৃষ্ট করতে পারে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥