এখনকার দিনে বিনোদনমূলক চ্যানেলগুলিতে হিড়িক পড়েছে একের পর এক নতুন সিরিয়ালের। কিছুদিন আগেই জি বাংলার তরফে প্রকাশ্যে আনা হয়েছিল ‘যমুনা ঢাকি’ খ্যাত জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং হ্যান্ডসাম টেলি অভিনেতা হানি বাফনা (Honey Bafna)-র নতুন ধারাবাহিক (New Serial) ‘সোহাগ জল’ (Sohag Jol)-এর প্রমো।
এই প্রোমো দেখেই কার্যত শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার। টেলিভিশনের পর্দায় প্রথমবার হানি শ্বেতা জুটিকে দেখে ব্যাপক উচ্ছসিত দর্শকদের একাংশ। সেই থেকেই সকলেই অপেক্ষায় ছিলেন এই সিরিয়াল সম্প্রচারের দিনক্ষণ নিয়ে। এরই মধ্যে এবার চ্যানেল কর্তৃপক্ষের তরফের প্রকাশ্যে আনা হল এই সিরিয়াল সম্প্রচারের তারিখ এবং সময় (Time Slot)।
জানা যাচ্ছে চলতি মাসেই আগামী ২৮ নভেম্বর থেকেই জি বাংলার পর্দায় রাত ন’টা থেকে সম্প্রচারিত হবে শ্বেতা-হানি জুটির এই নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’ (Sohag Jol)। যার ফলে বড়সড় বিপদ ঘনিয়ে এসেছে জি বাংলার উর্মি সত্যকির জীবনে আসলে সোহাগ জল সিরিয়ালের প্রমো দেখেই দর্শকরা কিছুটা হলেও আঁচ করেছিলেন এই সিরিয়ালটি প্রাইম টাইমেই জায়গা দিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ।
সেই জল্পনাকে সত্যি করে এদিন জানিয়ে দেওয়া হয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei poth jodi na seh hoi)-এর টাইম স্লটেই আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে এই নতুন ধারাবাহিক। যার ফলে এখন প্রশ্নের মুখে উর্মি (Urmi)-সত্যকি (Satyaki)-র এই পথ যদি না শেষ হয়। এমনিতেই বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় জোর গুঞ্জন চলতি বছরেই শেষ হবে এই সিরিয়ালের সম্প্রচার।
এরই মধ্যে নতুন ধারাবাহিকের টাইম স্লট প্রকাশ্যে আসায় চিন্তার ভাঁজ এই সিরিয়ালের অনুরাগীদের কপালে। তবে মনে করা হচ্ছে এখনই শেষ হবেনা উর্মি সত্যকির এই পথ চলা। মনে করা হচ্ছে আগামী ২৮ তারিখের পর থেকেই এই সিরিয়ালের সম্প্রচার হবে রাতের দিকে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি কোন কিছুই।