• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইতি পড়ছে রানিমার রাজপাটে! করুণাময়ী রানি রাসমণির জায়গা নিতে আসছে নতুন সিরিয়াল পিলু

জল্পনা আগে থেকেই চলছিল। আর এবার সমস্ত জল্পনায় সিলমোহর দিয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল সিরিয়াল শেষের দিনক্ষণ। আগামী বছরের শুরুতেই শেষ হতে চলেছে বাংলার লোকপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। তার পরিবর্তে সন্ধ্যা ৬.৩০টার স্লট পেতে চলেছে জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘পিলু’।

উল্লেখ্য চলতি বছরের জুলাই মাসেই দিতিপ্রিয়া অভিনীত ‘রানিমা’ চরিত্রের মৃত্যু হয়েছে। সেইসময়েই রানিমার মৃত্যুর মধ্যে দিয়েই সিরিয়াল শেষের জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে সেই সময় রামকৃষ্ণ ও মা সারদার গল্প দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয় ধারাবাহিক। তখন থেকেই ধারাবাহিকের নাম বদলে দেওয়া হয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব’।

   

Karunamoyi Rani Rashmoni,করুণাময়ি রানি রাসমণি Last Episode,শেষ পর্ব,New Serial,নতুন সিরিয়াল,Pilu,পিলু

জানা যায় সেই সময় থেকেই ঠিক করা হয়েছিল ১৫০০ পর্ব পার করে তবেই শেষ হবে সিরিয়াল। এসবের মধ্যেই জানা যায় শুধু মাত্র ৬ মাসের জন্যই এই সিরিয়ালে ‘মা সারদা’ চরিত্রে অভিনয় করবেন সন্দীপ্তা। জানা যাচ্ছে ইতিমধ্যেই ১৪৯০ পর্ব ছুঁয়ে ফেলেছে এই ধারাবাহিক। তাই হয়তো নতুন বছরের শুরুতেই যবনিকা পতন হতে চলেছে দীর্ঘ ৪ বছর ব্যাপী চলতে থাকা ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের।

জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘পিলু’র প্রথম প্রোমো সামনে আসতেই জোর জল্পনা শুরু হয় কৃষ্ণকলি’ আর ‘করুণাময়ী রাণী রাসমণি’ দুই সিরিয়ালের মধ্যে যে কোনো একটি শেষ হবে খুব তাড়াতাড়ি। যদিও পুরনো সিরিয়াল হলেও এখনও পর্যন্ত উভয় সিরিয়ালের টিআরপিই বেশ ভালো। তাই এই সিরিয়াল শেষের খবর রীতিমতো অনুরাগীদের মন ভেঙেছে।

Karunamoyi Rani Rashmoni,করুণাময়ি রানি রাসমণি Last Episode,শেষ পর্ব,New Serial,নতুন সিরিয়াল,Pilu,পিলু

কেউই বিশ্বাস করতে পারছেন শেষ হবে সকলের প্রিয় রানি রাসমণি সিরিয়াল। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দেওয়া হল ‘পিলু’র সম্প্রচারের দিনক্ষণ। জানা যাচ্ছে আগামী ১০ জানুয়ারি সন্ধ্যা ৬.৩০ টা থেকে সম্প্রচারিত হবে এই সিরিয়াল। এই সিরিয়ালের হাত ধরেই পর্দায় ফিরছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী।বিপরীতে থাকছেন ডান্স বাংলা ডান্স খ্যাত নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ।

site