টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল আসাটা এখন প্রায় জলভাতে পরিণত হয়েছে। আর এখনকার দিনে বেশিরভাগ বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ডই হল ছকভাঙা নতুন গল্প। স্টার জলসা হোক কিংবা জি বাংলা সব চ্যানেলের ক্ষেত্রেই ছবিটা মোটামুটি এক। লক্ষ্য একটাই টিআরপি তালিকায় তাক লাগানো রেজাল্ট করা। যার ফলে নিত্য নতুন সিরিয়ালের ভীড়ে একেবারে কোণঠাসা তুলনামূলকভাবে পুরনো সিরিয়ালগুলি।
নতুনকে জায়গা দিতে কেউ স্লট হারাচ্ছে, তো কারও ক্ষেত্রে ৭-৮ মাস কিংবা ৩-৪ মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে মেগা সিরিয়াল। আর টিআরপি কম হলে তো কথাই নেই। তাই লাগাতার টিআরপিতে খারাপ রেজাল্ট হলেও খুব কম সময়েই শেষ করে দেওয়া হচ্ছে একাধিক সিরিয়াল। টিভির পর্দায় একঝাঁক নতুন সিরিয়ালের ভীড়ে সদ্য প্রকাশ্যে এসেছে এই চ্যানেলের আরও নতুন সিরিয়াল ‘মেয়েবেলা’ (Meyebela)-র প্রোমো।
এই সিরিয়ালের হাত ধরে দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলী (Rupa Ganguli)। সুরিন্দার ফিল্মসের প্রযোজনায় এই নতুন সিরিয়ালে নায়িকা হচ্ছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খেলাঘর’-এর পূর্ণা অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। তার বিপরীতে নায়কের চরিত্রে থাকছেন ‘বসন্তবিলাস মেসবাড়ি’র নায়ক অর্পণ ঘোষাল।
চিরাচরিত শাশুড়ি-বৌমার সম্পর্কের বাইরে বেরিয়ে এক নতুন স্বাদের সিরিয়াল হতে চলেছে এই মেয়েবেলা। কিন্তু নতুন সিরিয়াল আসা মানেই তো তার কোপ গিয়ে পড়ে কোনো না কোনো চলতি সিরিয়ালের ওপর। তাই এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এরই মধ্যে এসে গিয়েছে এই সিরিয়ালের এক নতুন আপডেট। কানাঘুষো শোনা যাচ্ছে আগামী ১০ ই জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হবে নতুন সিরিয়ালের।
শোনা যাচ্ছে নতুন এই সিরিয়ালটি সোম থেকে রবিবার প্রতিদিন সন্ধে ৬.৩০টার সময় সম্প্রচারিত হবে। এই সময় এখন স্টার জলসায় সম্প্রচারিত হয় ‘আলতা ফড়িং’। তাই নতুন আপডেট সামনে আসতেই চিন্তার ভাঁজ ফড়িং ভক্তদের কপালে। তবে আলতা ফড়িং এখনই বন্ধ হয়ে যাবে নাকি সময় পরিবর্তন করে দেওয়া হবে সে বিষয়ে এখনও নিচিতভাবে জানা যায়নি কিছুই।