• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে আর পরকীয়ার জেরেই পুড়ল কপাল! ‘লালঝুরি’কে বাইবাই করে আসছে ‘বাংলা মিডিয়াম’

বাংলা টেলিভিশনের পর্দায় এখন নিত্য নতুন সিরিয়ালের মেলা। প্রায় প্রতি মাসেই আসছে ঝাঁকে ঝাঁকে আসছে  নতুন সিরিয়াল। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই নিত্য নতুন বিষয়বস্তুকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সিরিয়াল। আর সেই সব সিরিয়ালের হাত ধরেই  টেলিভিশনের পর্দায় ফিরছেন পুরনো সব অভিনেতা  অভিনেত্রীরা।

এই যেমন জি বাংলা ছেড়ে এবার স্টার জলসার পর্দায় ফিরছেন জনপ্রিয় জুটি নিখিল-শ্যামা অর্থাৎ  অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)এবং তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)। বেশ কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় এসেছে তাদের নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ (Bengali Medium)-এর প্রমো। এবার কোনরকম হেঁয়ালি না রেখেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হলো এই নতুন সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ (Telecast Time Slot)।

   

বাংলা মিডিয়াম,Bengali Medium,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,সম্প্রচারের দিনক্ষণ,Telecast Time Slot,ধুলোকণা,Dhulokona

জানা যাচ্ছে আগামী ১২ ই ডিসেম্বর থেকে স্টার জলসার পর্দায় সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল। যার ফলে বোঝাই যাচ্ছে বন্ধ হতে চলেছে এই চ্যানেলের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘ধুলোকণা’ (Dhulokona)-র সম্প্রচার। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির লেখা এই সিরিয়াল নিয়ে দর্শকমহলে সমালোচনার শেষ নেই।

বাংলা মিডিয়াম,Bengali Medium,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,সম্প্রচারের দিনক্ষণ,Telecast Time Slot,ধুলোকণা,Dhulokona

এমনিতেই দর্শকদের একটা বড় অংশের অভিযোগ নিজের  সিরিয়ালে বেশ খোলামেলা ভাবেই পরকীয়া বিষয়টাকে প্রমোট করেন এই লেখিকা। ব্যতিক্রম নয় ধূলোকণাও। এই সিরিয়ালেও ইদানিং দেখা যাচ্ছে মানসিক অসুস্থতার অজুহাতে নায়ক লালন ফুলঝুরিকে ভুলে সারাক্ষণ তিতিরের নাম জপ করছে। খুব শীঘ্রই ধারাবাহিকের বিয়েও হতে চলেছে তাদের। এদিকে অন্তঃসত্তা হয়ে পড়েছে ফুলঝুরি। এসবের মধ্যেই ধারাবাহিকের এন্ট্রি হয়েছে ফুলঝুরির হতে পারতো বর অঙ্কুরের।

Lalon Phuljhuri's Dhulokona will air off soon

যা দেখে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন দর্শকরা। সকলেই ভাবছিলেন  অঙ্কুর আসায়  এবার একটা হিল্লে হতে চলেছে ফুলঝুরির। কিন্তু এর মধ্যেই ধূলোকণা ভক্তদের জন্য এসে গিয়েছে অত্যন্ত খারাপ খবর। নতুন সিরিয়ালের ধাক্কায়  স্লট  চেঞ্জ তো দূরের কথা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে দর্শকদের প্রিয় ‘লালঝুরি’র গল্প। এই খবর জানাজানি হতেই গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে  ফেটে পড়েছেন এই সিরিয়ালের দর্শকরা। সকলেই একেবারে চাঁচাছোলা  ছোলা ভাষায়  একহাত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষকে।

ভালো টিআরপি সত্বেও এইভাবে মাঝপথেই সিরিয়াল বন্ধ করার বন্ধ করে দেওয়ার জন্য ধিক্কার জানিয়েছেন সকলে। কিন্তু কথায় আছে শুরু হলে শেষ তো হবেই। সেই একই কথা খাটে বাংলা সিরিয়ালের ক্ষেত্রেও। তাই নতুন কে জায়গা দিতেই এবার জায়গা ছাড়তে হচ্ছে পুরনো কে। প্রসঙ্গত এই মুহূর্তে স্টার জলসার সবচেয়ে পুরনো সিরিয়াল গুলির মধ্যে অন্যতম ধূলোকণা।তাই  নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ আসায় খুব স্বাভাবিক নিয়মেই এবার জায়গা ছাড়তে হচ্ছে এই সিরিয়ালকে। তবে এখন দেখার টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল তিয়াসা এই নতুন সিরিয়ালের হাত ধরে আগের মতই তাদের পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারেন কিনা।

site