• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের কপালে শনি! বক্স অফিসে ত্রিপল ধামাকা করতে আসছে রাম চরণ, প্রভাস, মহেশ বাবুর ৩ ছবি

Published on:

Upcoming Movies of south superstar Prabhas Mahesh Babu and Ram Charan

বাঙালিদের কাছে যেমন দুর্গাপুজো (Durga Puja) অত্যন্ত বড় একটি উৎসব, আবেগের বিষয়। তেমনই দক্ষিণ ভারতের সবচেয়ে বড় উৎসব হল ‘পোঙ্গাল’ (Pongal) অর্থাৎ সংক্রান্তি। এই দিনটিকে কেন্দ্র করে সারা দক্ষিণ ভারত জুড়ে ব্যাপক উত্তেজনা থাকে। পাশাপাশি এই সময়ই প্রেক্ষাগৃহে মুক্তি পায় একাধিক মেগা বাজেট সিনেমা। আগামী পোঙ্গালে যেমন ত্রিমুখী ধামাকা নিয়ে আসছে সাউথ ইন্ডাস্ট্রি।

দক্ষিণের প্রত্যেক তারকাই চান, পোঙ্গালের সময় তাঁর ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাক। আগামী বছর যেমন এই সময়ে রিলিজ করবে দক্ষিণের তিন সুপারস্টার রাম চরণ (Ram Charan), মহেশ বাবু (Mahesh Babu) এবং প্রভাসের (Prabhas) সিনেমা। এর মধ্যে দুই তারকার ছবির কথা ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে। তৃতীয় ছবির রিলিজও প্রায় পাকা। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

Project K, Pongal 2024 release

আগামী  বছর ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘বাহুবলী’ তারকা প্রভাসের আগামী  সিনেমা ‘প্রোজেক্ট কে’। প্রভাসের এই প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে বি টাউনের দুই সুপারস্টার অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনকে। পর্দার ‘বাহুবলী’র ছবি রিলিজের ঠিক পরের দিনই মুক্তি পাবে ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত সিনেমা।

শ্রীনিবাসের ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সাউথ সুপারস্টার মহেশ বাবুকে। দীর্ঘ ১১ বছর পর জুটি বেঁধেছেন তাঁরা। ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি। ‘এসএসএমবি ২৮’ নামে ছবির কাজ চালাচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, মহেশ বাবুর আসন্ন এই সিনেমা পুরোদস্তুর অ্যাকশন ঘরানার। এই ছবিতে একেবারে অচেনা লুকে ধরা দেবেন অভিনেতা।

SSMB 28, Pongal 2024 release

প্রভাস-মহেশ বাবু ছাড়া ‘আরআরআর’ তারকা রাম চরণ তেজার ছবিও এই সময়ই মুক্তি পাবে বলে খবর। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শঙ্কর পরিচালিত এবং রাম চরণ অভিনীত ‘আরসি ১৫’ ছবিটি এই সময় নাগাদই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিতে ‘আরআরআর’ তারকার বিপরীতে দেখা যাবে বলি সুন্দরী কিয়ারা আডবানীকে।

RC15, Pongal 2024 release

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাম চরণের আগামী সিনেমার কাহিনী রাজনীতির মোড়কে লেখা হয়েছে। পাশাপাশি এই ছবিতে ‘আরআরআর’ তারকাকে দ্বৈত চরিত্রে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আগামী পোঙ্গালে বক্স অফিসে যে ঝড় উঠবে তা আর আলাদা করে বলে দিতে হয় না। আগের বছর পোঙ্গালে বক্স অফিসে থালাপতি বিজয় এবং অজিত কুমারের লড়াই দেখেছিল দর্শকরা। দুর্দান্ত বক্স অফিস কালেকশন ছিল বিজয়ের ‘ভারিসু’র। এবার দেখা যাক, আগামী পোঙ্গালে রাম চরণ, মহেশ বাবু নাকি প্রভাস কে বাজিমাত করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥