Movie & Web Series releaseing before Independence Day : হাতেগোনা আর কয়েকটা দিনের অপেক্ষা শেষেই আসবে স্বাধীনতা দিবস (Independence Day)। প্রত্যেক বছর এই সময় একাধিক নতুন সিনেমা (Movie) রিলিজ করে। চলতি বছরও এর অন্যথা হবে না। এই বছর যেমন টলি সুপারস্টার দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র সঙ্গে রিলিজ করবে একাধিক হিন্দি সিনেমা। চলুন দেখে নেওয়া যাক স্বাধীনতা দিবসের আবহে কোন কোন ছবি এবং সিরিজ রিলিজ (Web Series) করতে চলেছে।
নিখোঁজ (Nikhoj) : ১১ আগস্ট হইচইয়ে রিলিজ করেছে এই সিরিজ। অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের গল্প এক সাহসী ডিসিপির মেয়েকে কিডন্যাপ করাকে ঘিরে আবর্তিত হবে। ‘নিখোঁজ’ সিরিজে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, স্বস্তিকা মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা।
আবার প্রলয় (Abar Proloy) : রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হল ‘প্রলয়’। এক দশক পর আরও বড় তাণ্ডব করতে আসছেন তিনি। স্বাধীনতা দিবসের আবহে রিলিজ জি ফাইভে রিলিজ করেছে এই সিরিজ। অভিনয় করেছেন দেবাশিস মণ্ডল, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, জুন মালিয়ার মতো তারকারা।
ব্যোমকেশ ও দুর্গ রহস্য (Byomkesh O Durgo Rahasya) : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরেই রিলিজ করবে সুপারস্টার দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। এই প্রথমবার ব্যোমকেশ হিসেবে বড়পর্দায় দেখা যাবে অভিনেতাকে। এই ছবিতে অজিতের চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য এবং সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্রকে দেখা যাবে।
গদর ২ (Gadar 2) : ২০০১ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল ‘গদর’। সানি দেওল, আমিশা পটেল অভিনীতএই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। দীর্ঘ ২২ বছর পর রিলিজ করেছে ‘গদর ২’। এই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি এবং আমিশা। প্রথম দিনই বক্স অফিসে প্রায় ৪১ কোটি টাকা আয় করেছে এই সিনেমা।
ওহ মাই গড ২ (OMG 2) : অক্ষয় কুমারের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হল ‘ওহ মাই গড’। ভিন্ন স্বাদের এই ছবি দর্শকদে দারুণ পছন্দ হয়েছিল। মাঝে প্রায় এক দশকের অপেক্ষা শেষে প্রেক্ষাগৃহে রিলিজ করল ‘ওহ মাই গড ২’।
এই ছবিতে ভগবান শিবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। ‘খিলাড়ি’ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতমের মতো তারকারা।