• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লজ্জার মাথা আগেই খেয়েছে, এবার সোজা বিছানায় ডাকছেন! উর্ফির\ ভিডিও না দেখলেই মিস

Published on:

Uorfi Javed talks about private questions video viral on social medi

বলিউডের (Bollywood) বিতর্কিত ব্যক্তিদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয়, তাহলে সেখানে অবশ্যই নাম থাকবে উরফি জাভেদের (Uorfi Javed)। নিজের উদ্ভট ফ্যাশান সেন্স এবং বিতর্কিত মন্তব্যের সৌজন্যে হামেশাই সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসেন তিনি। একবার ফের উরফি এমন মন্তব্য করে বসলেন যা দেখার পর নেটপাড়ায় ‘ছিঃ ছিঃ’ পড়ে গিয়েছে !

উরফি মানেই যে ‘বিতর্ক’, এই নিয়ে সত্যিই কোনও দ্বিমত নেই। সাম্প্রতিক অতীতে বহু নামী ব্যক্তিত্বদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। অশ্লীলতা ছড়ানোর দায়ে তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু তাতে যে ‘বিগ বস ওটিটি’ প্রতিযোগীর কিছুই যায় আসে না তা বেশ বোঝা যাচ্ছে।

Urfi Javed

উরফিকে এখন এমটিভির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’য় দেখা যাচ্ছে। সেখানে প্রতিযোগী হিসেবে নয়, বরং ‘আগুন লাগানো’র জন্য গিয়েছেন তিনি। তিনি হলেন শোয়ের ‘মিসচিফ মেকার’। সম্প্রতি সেই শোয়ের তরফ থেকেই উরফির একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। যেখানে অভিনেত্রীকে একাধিক সাহসী প্রশ্নের উত্তর দিতে দেখা গিয়েছে।

‘বিগ বস ওটিটি’র প্রতিযোগীকে প্রথম প্রশ্নতেই জিজ্ঞেস করা হয়, তিনি বিছানায় কেমন ধরণের মানুষ? উত্তেজিত নাকি শান্ত? জবাব দেওয়ার সময় অভিনেত্রী একটু উতস্তত এবং লজ্জা পান। এরপর সরাসরি বলেন, ‘বিছানার ব্যাপারস্যাপার যদি ওই পর্যন্তই রাখা হয় তাহলে ভালো হয়। বাকি যদি জানার থাকে, আপনি চলে আসুন আমার বিছানায়’।

Urfi Javed

এরপর উরফিকে জিজ্ঞেস করা হয়, তাঁর সঙ্গে কেউ যদি প্রতারণা করেন তাহলে তিনি কী করবেন? সঙ্গে সঙ্গে তিনি বলেন, ‘সেই ব্যক্তির যৌনাঙ্গ কুচিকুচি করে কেটে দেব!’ ‘স্প্লিটসভিলা’র ‘মিসচিফ মেকার’কে এও জিজ্ঞেস করা হয়, তাঁর অন্যকে দেখতে ভালোলাগে নাকি অন্যরা তাঁকে দেখলে ভালোলাগে? জবাবে উরফি সাফ সাফ বলেন, তাঁকে সারা পৃথিবীর মানুষ দেখে!

বিচিত্র পোশাক পরে উরফি ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন। বলিউড অভিনেতা রণবীর সিং পর্যন্ত তাঁকে ‘ফ্যাশান আইকন’ আখ্যা দিয়েছেন। যদিও এই ফ্যাশান সেন্সের কারণ কম কটু কথা শুনতে হয়নি তাঁকে। কিন্তু উরফি সেসবকে তোয়াক্কা না করে নিজের কাজ কিন্তু করেই যাচ্ছেন!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥