• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৩ বছরেই রবি ঠাকুরের উপন্যাসের নায়িকা! রইল ‘গুড্ডি’ অভিনেত্রী শ্যামপ্তি মুদলির অজানা কাহিনী 

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গুলোর মধ্যে অন্যতম হলো গুড্ডি (Guddi)।  বছরের শুরুতে স্টার জলসার পর্যায়ে শুরু হয়েছে এই সিরিয়াল। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই ত্রিকোণ প্রেমের গল্পের নায়িকা গুড্ডি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বামী শ্যামপ্তি মুদলি (Shyamoupti Mudly)।

দর্শক মহলে তার অভিনয় দারুন প্রশংসিত। অভিনেত্রী চোখমুখের এক্সপ্রেশন থেকে শুরু করে সংলাপ বলা সবকিছুই দর্শকদের অত্যন্ত পছন্দের। স্টার জলসার গুড্ডিতে অভিনয়  করে দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন শ্যামপ্তি। যার ফলে সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর নজরকাড়া ফ্যান ফলোয়িংও রয়েছে।

   

শ্যামপ্তি মুদলি,Shyamoupti Mudly,গুড্ডি,Guddi,অজানা কথা,Unknown Facts,চোখের বালি,Chokher Bali

প্রসঙ্গত এটাই কিন্তু অভিনেত্রীর প্রথম সিরিয়াল নয়. ইতিপূর্বেই  একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। শুনতে অবাক লাগলেও দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে পার করে ফেলেছেন দু’দশক অর্থাৎ ২০ বছর। বর্তমানে পেশায় তিনি একজন অভিনেত্রী হলেও ছোট থেকে নাচ ভালবাসতেন শ্যামপ্তি। আর এই নাচের হাত ধরেই কিন্তু অভিনয় জগতে হাতেখড়ি হয় তার।

শ্যামপ্তি মুদলি,Shyamoupti Mudly,গুড্ডি,Guddi,অজানা কথা,Unknown Facts,চোখের বালি,Chokher Bali

মাত্র ১৩ বছর বয়স থেকেই শুরু করে দিয়েছেন অভিনয়। অভিনেত্রীর অভিনয়ের ঝুলিতে রয়েছে ‘চোখের বালি’ থেকে শুরু করে ‘পটল কুমার গানওয়ালা’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘দাসী’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’। প্রতিটা ধারাবাহকেই তার অভিনীত চরিত্র গুলি ব্যাপক প্রশংসা পেয়েছে।

শ্যামপ্তি মুদলি,Shyamoupti Mudly,গুড্ডি,Guddi,অজানা কথা,Unknown Facts,চোখের বালি,Chokher Bali

২০১৭ সালে চোখের বালি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেই প্রথমবার অভিনয়ের হাতেখড়ি হয়েছিল ছোটপর্দার গুড্ডির।পরবর্তীতে দাসী সিরিয়ালে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি।তারপর আর ফায়ার তাকাতে হয়নি। একের পর এক অভিনয় করে গিয়েছেন একাধিক জনপ্রিয় সিরিয়ালে। তবে একথা কিন্তু ঠিক যত দিন গেছে তত আরও বেশি পরিণত হয়েছে ছোট পর্দার গুড্ডি অভিনেত্রী শ্যামপ্তির অভিনয়।