• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিন্দি সিরিয়ালে সফল বাঙালি অভিনেত্রী রুপালি! রইল পর্দার ‘অনুপমা’ হয়ে ওঠার অজানা কাহিনি

হিন্দি সিরিয়ালে (Hindi Serial) জগতে অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেত্রী রুপালি গাঙ্গুলী (Rupali Ganguly)। বেশিরভাগ ধারাবাহিকেই তাঁর তুখোড় অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। রুপালি অভিনীত জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ‘সারাভাই ভার্সেস সারাভাই’,’অঙ্গারা’, ‘সাহেব’, ‘মেরা ইয়ার মেরা দুশমন’-এর মতো  জনপ্রিয় সব ধারাবাহিক।

তবে বর্তমানে ছোট পর্দার ‘অনুপমা’ (Anupama) হয়েই দর্শকমহলে আরো একবার চর্চায় উঠে এসেছেন তিনি। এই সিরিয়ালে অনুপমা চরিত্র রুপালির নিঁখুত অভিনয় আরও একবার মুগ্ধ করেছে দর্শকদের। সদ্যগিয়েছে এই অভিনেত্রীর জন্মদিন। এদিন ৪৬ বছরে পা দিয়েছেন রুপালি। দীর্ঘদিনের অভিনয় জীবনে থেকে রুপালি পেয়েছেন বিপুল নাম-যশ খ্যাতি। তবে এই কাঙ্খিত সাফল্য অভিনেত্রীর জীবনে কিন্তু রাতারাতি নেমে আসেনি।

   

হিন্দি সিরিয়াল,Hindi Serial,রুপালি গাঙ্গুলী,Rupali Ganguly,অনুপমা,Anupama,অজানা কাহিনী,Unknown Story,বাঙালি অভিনেত্রী,Bengali Actress

তার জন্য খুব ছোট থেকেই অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। তাই মুম্বাইয়ের মত ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেতে এই বাঙালি কন্যার লড়াই সহজ ছিল না মোটেই। মাত্র ৭ বছর বয়স থেকেই শুরু হয় তাঁর অভিনয়ের সফর। বাবা অনিল গঙ্গোপাধ্যায়ের পরিচালিত সিনেমা ‘সাহেব-এর হাত ধরেই অভিনয়ের সাথে পরিচয় হয় রুপালির।

হিন্দি সিরিয়াল,Hindi Serial,রুপালি গাঙ্গুলী,Rupali Ganguly,অনুপমা,Anupama,অজানা কাহিনী,Unknown Story,বাঙালি অভিনেত্রী,Bengali Actress

সেসময় ১৯৮৫ সালে সাহেব সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও বাবারি পরিচালনায় ‘বলিদান’ নামের আরও  একটি সিনেমায় অভিনয় করেছিলেন রূপালী। তবে সাহেব এবং বলিদান দুটি সিনেমাতেই রূপালী শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘদিনের অভিনয় জীবনে অভিনেত্রীর রয়েছে প্রয়াত উৎপল দত্ত, প্রয়াত দেবেন বর্মা, অনিল কাপুর, রাখি, কিম্বা অমৃতা সিং এর মত অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার ঝুলি ভর্তি অভিজ্ঞতা।

ইদানিং ছোট পর্দায় ‘অনুপমা’ সিরিয়ালের হাত ধরেই মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন রুপালি। তবে জানলে হয়তো অনেকেই অবাক হবেন এই ধারাবাহিকের জন্য রুপালি কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না,তাঁর আগে সাক্ষী তানওয়ার, জুহি পারমার, গৌরী প্রধান এমনকি মোনা সিং-এর মত অভিনেত্রীরা ছিলেন নির্মাতাদের পছন্দের তালিকায়।

হিন্দি সিরিয়াল,Hindi Serial,রুপালি গাঙ্গুলী,Rupali Ganguly,অনুপমা,Anupama,অজানা কাহিনী,Unknown Story,বাঙালি অভিনেত্রী,Bengali Actress

তাঁদের কাছেও অভিনয়ের প্রস্তাব গিয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীতে রুপালিই হয়ে ওঠেন ছোট পর্দার ‘অনুপমা’।  আর এই চরিত্রে তাঁর সাফল্যের কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। জানা যায় অভিনয়ের পাশাপাশি ছোট থেকে পড়াশোনাতেও দারুন পারদর্শী ছিলেন অভিনেত্রী। হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রী অর্জন করার পর ২০০০ সালে তিনি বাবা অনিল গঙ্গোপাধ্যায়ের সাথে মুম্বাইতেই  একটি বিজ্ঞাপন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

হিন্দি সিরিয়াল,Hindi Serial,রুপালি গাঙ্গুলী,Rupali Ganguly,অনুপমা,Anupama,অজানা কাহিনী,Unknown Story,বাঙালি অভিনেত্রী,Bengali Actress

এছাড়াও এসবের পাশাপাশি নাচেযও কিন্তু দুর্দান্ত পারদর্শী রুপালি তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী। তবে  রুপালির জীবনে এই সাফল্য অর্জনের পথ মসৃণ ছিল না একেবারেই। জানা যায় সন্তান জন্মের পর অভিনেত্রীকে তার চেহারার জন্য অনেকেরই অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। অভিনেত্রী হিসেবে সফল হলেও ব্যক্তিগত জীবনে রুপালির রয়েছে হেরে যাওয়ার গল্প। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন মা হিসেবে নিজেকে তিনি ব্যর্থ মনে করেন।