• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনলাইনে আলাপ, ৩ মাসেই বিয়ে! অভিষেক-সংযুক্তার বিয়ের গল্পে চোখে জল সকলের

দেখতে আজ এক সপ্তাহ হল অভিষেক চ্যাটার্জী (Abhishek Chatterjee) আর আমাদের মধ্যে নেই। গত সপ্তাহের বুধবার গভীর রাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা। স্ত্রী সংযুক্তা এবং মেয়ে সাইনা কে রেখে মাত্র ৫৭ বছর বয়সে চিরঘুমে পাড়ি দিয়েছেন অভিনেতা। তবে শিল্পীর এই অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি কেউই।

এখনও সোশ্যাল মিডিয়ায় খুললেই ভেসে উঠছে বাংলার এই কার্তিক ঠাকুরের মতো দেখতে অভিনেতার মুখ। মৃত্যুর আগে অসুস্থ শরীরেই বুধবার স্টার জলসার নতুন রিয়ালিটি শো ইসমার্ট জোড়িতে স্ত্রী সংযুক্তার সাথে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে দুদিনের শুটিং সেরেছিলেন অভিনেতা। অনুষ্ঠানের রেকর্ডিংয়ের সেই ভিডিও ক্লিপ এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ইসমার্ট জোড়িতে বারবার অভিষেক-সংযুক্তার ভিডিও দেখে বারেবারে কেঁদে উঠছে দর্শকদের মন।

   

অভিষেক চ্যাটার্জী,Abhishek Chatterjee,সংযুক্তা চ্যাটার্জী,Sanjukta Chatterjee,সাইনা চ্যাটার্জী,Saina Chatterjee,বিয়ে,Marriage,অজানা কথা,Unknown Story
সেই ভিডিওতে দেখা গিয়েছে স্ত্রী সংযুক্তার সাথে সফল সম্পর্কের রসায়ন কী ছিল থেকে শুরু করে অজানা নানা কথা সব স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে মন খুলে বলেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়৷ জানা যায় কার্তিক ঠাকুরের মতোই বাস্তবেও অভিষেক প্রথমে ভেবেছিলেন বিয়েই করবেন না৷ কিন্তু পরিবার ও ঘনিষ্ঠজনের জোরাজুরিতে শেষমেশ রাজি হন তিনি৷ কিন্তু বিয়ে করতে রাজি হলেও অভিষেক ঠিক করেছিলেন তিনি বিয়ে করলে বিনোদন দুনিয়ার বাইরের কোনও মেয়েকে বিয়ে করবেন৷

অভিষেক চ্যাটার্জী,Abhishek Chatterjee,সংযুক্তা চ্যাটার্জী,Sanjukta Chatterjee,সাইনা চ্যাটার্জী,Saina Chatterjee,বিয়ে,Marriage,অজানা কথা,Unknown Story
তাই জীবনের সেই বিশেষ মানুষের খোঁজে ম্যাট্রিমনিয়াল সাইটে প্রোফাইল খুলেছিলেন অভিনেতা৷ সেখানেই সংযুক্তার ছবি দেখেই পছন্দ হয়ে গিয়েছিল অভিষেকের। জানা যায় প্রাথমিক পরিচয়ের পর দু’জনের প্রথম দেখা হয় ২০০৮-সালের ৩০ এপ্রিল। মনের মিল ছিল শুরু থেকেই তাই আর দেরি করতে চাননি অভিষেক। আলাপের দু একদিনের মধ্যেই তাঁরা ঠিক করেন বিয়ে করবেন। কথা মতোই অভিষেকের জন্মদিন অর্থাৎ ৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।

অভিষেক চ্যাটার্জী,Abhishek Chatterjee,সংযুক্তা চ্যাটার্জী,Sanjukta Chatterjee,সাইনা চ্যাটার্জী,Saina Chatterjee,বিয়ে,Marriage,অজানা কথা,Unknown Story
আগামী ৯ জুলাই অভিষেক-সংযুক্তার দাম্পত্যের ১৪ বছর পূর্ণ হত৷ কিন্তু ভাগ্যের এমনই পরিহাস তার আগেই অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে গেল অভিষেক সংযুক্তা জুটি৷ তাঁরা দুজনেই সাইবাবার ভক্ত। তাই তাঁদের বিশ্বাস ছিল তাদের এই জুটি তৈরি করে দিয়েছিলেনস্বয়ং ঈশ্বর। অভিষেকের স্ত্রী সংযুক্তা জানিয়েছিলেন অভিষেকের দীর্ঘ সময় ধরে পুজো অর্চনার অভ্যাস তাঁর ভাল লেগেছিল৷

site