বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন যোগিতা বালি (Yogeeta Bali )। সত্তরের দশকে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাঁর মোহময়ী সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেসময় প্রেমে পড়েছিলেন অগণিত যুবক। কিন্তু অভিনয়ের জগতে এই বিরাট সাফল্য লাভের সময়েই আচমকা নিজের ক্যারিয়ার ছেড়ে সংসার ধর্মে মন দেন অভিনেত্রী।
বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে বিয়ের পর লাইম-লাইট থেকে সরে এসে একেবারে গৃহিনী হয়ে উঠেছিলেন যোগিতা বালি। প্রসঙ্গত অভিনয় জীবনের মতোই বর্ণময় ছিল এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও। একসময় তিনি বিয়ে করেছিলেন দেশের কিংবদন্তি গায়ক কিশোর কুমারের সাথে।
১৯৭৮ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আর তার পরের বছরই তিনি বিয়ে করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। বিয়ের পর চাইলেই তিনি নিজের ক্যারিয়ারে টিকে থাকতে পারতেন। কিন্তু অভিনয় ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন নিজের স্বামী এবং সংসারকেই।
বিয়ের পর যোগীতা বালির অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন তাঁর বড় ছেলে তথা অভিনেতা মিমো চক্রবর্তী। সেখানে তিনি জানিয়েছেন ‘প্রচারের আলোর মায়া ত্যাগ করে বিয়ের পর মা সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মা এবং একজন স্ত্রীর ভূমিকা পালন করতে চেয়েছিলেন। আর এই সিদ্ধান্ত নিয়ে তার কোন অভিযোগ নেই।’
তবে শুধু অভিনয় নয় বহুদিন প্রকাশ্যেও আসতে দেখা যায় না যোগীতা বালিকে। এর কারণ হিসাবে এদিন মিমো জানান, ‘মা এখন কালেভদ্রে বাড়ির বাইরে পা রাখেন। মা বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করেন। আমরা মাকে পরিবারের সঙ্গে যেতে বললেও খুব কম সময় তিনি রাজি হয়েছেন।’
প্রসঙ্গত মিমো অনেকদিন আগেই অভিনয় জগতে পা রেখেছেন। তবে বাবা মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তার ধরে কাছেও ঘেঁষতে পারেননি তিনি। তবে মিমোর খুব ইচ্ছা নিজের মায়ের সঙ্গে অভিনয় করার। তাই তিনি সেই দিনটার অপেক্ষায় রয়েছেন। তবে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে মিমো অভিনীত নতুন ছবি ‘যোগীরা সা রা রা’।