• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন মিঠুনকে বিয়ের পরেই অভিনয় ছাড়েন যোগীতা বালি? এতদিনে প্রকাশ্যে এল কারণ

Published on:

Yogeeta Bali Mithun Chakraborty Marriage left acting

বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন যোগিতা বালি (Yogeeta Bali )। সত্তরের  দশকে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাঁর মোহময়ী সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেসময় প্রেমে পড়েছিলেন অগণিত যুবক। কিন্তু অভিনয়ের জগতে এই বিরাট সাফল্য লাভের সময়েই আচমকা নিজের ক্যারিয়ার ছেড়ে সংসার ধর্মে মন দেন অভিনেত্রী।

বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে বিয়ের পর লাইম-লাইট থেকে সরে এসে একেবারে গৃহিনী হয়ে উঠেছিলেন যোগিতা বালি। প্রসঙ্গত অভিনয় জীবনের মতোই বর্ণময় ছিল এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও। একসময় তিনি বিয়ে করেছিলেন দেশের কিংবদন্তি গায়ক কিশোর কুমারের সাথে।

বলিউড,Bollywood,যোগিতা বালি,Yogeeta Bali,বিয়ে,Marriage,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,মিম,Mimo,অজানা কারণ,Unknown Fact

১৯৭৮ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আর তার পরের বছরই তিনি বিয়ে করেছিলেন অভিনেতা  মিঠুন চক্রবর্তীকে। বিয়ের পর চাইলেই তিনি নিজের ক্যারিয়ারে টিকে থাকতে পারতেন। কিন্তু অভিনয় ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন নিজের স্বামী এবং সংসারকেই।

বলিউড,Bollywood,যোগিতা বালি,Yogeeta Bali,বিয়ে,Marriage,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,মিম,Mimo,অজানা কারণ,Unknown Fact

বিয়ের পর যোগীতা বালির অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন তাঁর বড় ছেলে তথা অভিনেতা মিমো চক্রবর্তী। সেখানে তিনি জানিয়েছেন ‘প্রচারের আলোর মায়া ত্যাগ করে বিয়ের পর মা সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মা এবং একজন স্ত্রীর ভূমিকা পালন করতে চেয়েছিলেন। আর এই সিদ্ধান্ত নিয়ে তার কোন অভিযোগ নেই।’

বলিউড,Bollywood,যোগিতা বালি,Yogeeta Bali,বিয়ে,Marriage,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,মিম,Mimo,অজানা কারণ,Unknown Fact

তবে শুধু অভিনয় নয় বহুদিন প্রকাশ্যেও আসতে দেখা যায় না যোগীতা বালিকে। এর কারণ হিসাবে এদিন মিমো জানান, ‘মা এখন কালেভদ্রে বাড়ির বাইরে পা রাখেন। মা বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করেন। আমরা মাকে পরিবারের সঙ্গে যেতে বললেও খুব কম সময় তিনি রাজি হয়েছেন।’

বলিউড,Bollywood,যোগিতা বালি,Yogeeta Bali,বিয়ে,Marriage,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,মিম,Mimo,অজানা কারণ,Unknown Factপ্রসঙ্গত মিমো অনেকদিন আগেই অভিনয় জগতে পা রেখেছেন। তবে বাবা মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তার ধরে কাছেও ঘেঁষতে পারেননি তিনি। তবে মিমোর খুব ইচ্ছা নিজের  মায়ের সঙ্গে অভিনয় করার। তাই তিনি সেই দিনটার অপেক্ষায় রয়েছেন। তবে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে মিমো অভিনীত নতুন ছবি ‘যোগীরা সা রা রা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥