টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রীদের তালিকা করতে বসলে প্রথমেই উঠে আসে স্বস্তিকা মুখার্জীর (Swastika Mukherjee) নাম। দুর্দান্ত অভিনয় ক্ষমতা সম্পন্ন এই টলি অভিনেত্রীর (Tollywood Actress) অভিনয় জীবনের মতোই বর্ণময় তাঁর ব্যক্তিগত জীবন (Personal Life)। স্বস্তিকার বাস্তব জীবনে রয়েছে নানান ওঠাপড়া।
বর্তমানে টলিউডের পরম সুন্দরী এই অভিনেত্রীর বয়স ৪২ হলেও তা অভিনেত্রীর রূপের জৌলুস দেখে বোঝার উপায় নেই। সমাজের চোখরাঙানি কে উপেক্ষা করে শুধুমাত্র নিজের আত্মবিশ্বাসের ওপর ভর করেই আজ একজন সফল মা তিনি। তাই স্বস্তিকা মুখার্জী মানেই আত্মবিশ্বাস আর আভিজাত্যের দারুন মিশেল, এককথায় ‘বিউটি উইথ ব্রেন’।
এহেন স্বস্তিকার সাথে একসময় টলিউডের ‘বস’ জিতের প্রেম (Relationship) ছিল ওপেন সিক্রেট। জিতের (Jeet) সাথে জুটি ‘মস্তান’ (Mastan) সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। ততদিনে প্রাক্তন স্বামী প্রমিত সেনের সাথে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে স্বস্তিকার। বিয়ের ২ বছরের মাথায় একমাত্র মেয়েকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিলেন স্বস্তিকা। এরপর সিঙ্গেল মাদার হয়েই অভিনয়ে এসে ধীরে ধীরে নামডাক হয় স্বস্তিকার।
প্রসঙ্গত বিবাহ বিচ্ছেদের পর ‘মস্তান’ করার সময় থেকেই জিতের সাথে বন্ধুত্ব হয়েছিল স্বস্তিকার। সিনেমার শুটিং ছাড়াও সেসময় মাঝে মধ্যেই একসাথে দেখা জেট জীৎ স্বস্তিকাকে। কিন্তু পরবর্তীতে তাঁদের সম্পর্ক টেকেনি। একসময় বিচ্ছেদ (Breakup) হয়ে যায় জিৎ স্বস্তিকারও। আর তারপর থেকে একসাথে আর কোনো সিনেমায় জুটি বাঁধেননি এককালের এই সুপারহিট জুটি।
আজ পর্যন্ত তাঁদের বিচ্ছেদের কারণ জানা না গেলেও ইন্ডাস্ট্রিতে জিৎ স্বস্তিকার বিচ্ছেদের পিছনে থাকা একাধিক কারণ মাঝে মধ্যেই কানাঘুঁষোয় উঠে আসে। কেউ কেউ বলে থাকেন স্বস্তিকারপ্রাক্তন স্বামী অর্থাৎ তাঁর প্রথম বিয়েই নাকি জিতের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ।
আবার একথাও কানে আসে সে সময় সহ অভিনেত্রী কোয়েলের সাথে জীতের ঘনিষ্টতা বেড়ে গিয়েছিল।তাই স্বস্তিকা নাকি নিজেই তাঁদের জীবন থেকে সরে এসেছিলেন। যদিও পরবর্তীতে জিৎ পরিবারের মতে মোহনা রতলানিকে বিয়ে করেন। এখন স্ত্রী আর একমাত্র কন্যা নিয়ে সুখের সংসার অভিনেতার।
অন্যদিকে পরবর্তীতে স্বস্তিকা আর বিয়ে করেননি। তবে তাঁর জীবনে প্রেম এসেছে একাধিক। তালিকায় রয়েছেন টলিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জী থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখার্জী প্রমুখ। এখন মেয়ে অন্বেষার সাথেই হেসে খেলে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।