• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলি সুন্দরী নুসরতই এখন সব! অবশেষে জানা গেল যশের সাথে প্রথম স্ত্রী শ্বেতার বিচ্ছেদের কারণ

Published on:

টলিউড,Tollywood,অভিনেতা,Actor,যশ দাশগুপ্ত,Yash Dashgupta,নুসরত জাহান,Nusrat Jahan,প্রাক্তন স্ত্রী,Ex Wife,শ্বেতা সিং কালহানস,Shweta Singh Kalhans,বিচ্ছেদের কারণ,Separation Reason

টলিউডের (Tollywood) ব্যস্ততম অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। শুরুটা স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে হলেও ইতিমধ্যেই টলিউড কাঁপিয়ে এই অভিনেতা পাড়ি দিয়েছেন আরব সাগর পাড়ে মুম্বাইয়ের বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে। কাজের ব্যস্ততার মধ্যেই স্ত্রী তথা অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সাথে সন্তান নিয়ে চুটিয়ে সংসারও করছেন যশ।

পেশা এবং ব্যক্তিগত জীবন দুদিকেই দুর্দান্ত ব্যালেন্স অভিনেতার। তবে টলি সুন্দরী নুসরাত জাহানের সাথে তাঁর  প্রেম থেকে বিয়ে নিয়ে একসময় কম চর্চা হয়নি পেজথ্রির পাতায়। বিশেষ করে নুসরাতের সন্তান ‘ঈশানের বাবা কে?’ একসময় এটাই ছিল বিনোদন জগতের একমাত্র রসালো টপিক।

টলিউড,Tollywood,অভিনেতা,Actor,যশ দাশগুপ্ত,Yash Dashgupta,নুসরত জাহান,Nusrat Jahan,প্রাক্তন স্ত্রী,Ex Wife,শ্বেতা সিং কালহানস,Shweta Singh Kalhans,বিচ্ছেদের কারণ,Separation Reason

প্রথমদিকে এবিষয়ে মুখে কুলুপ আঁটলেও এখন সবটাই সকলের কাছে জলের মতো পরিষ্কার। তবে জানেন কি নুসরাত জাহানের সাথে বিয়ের আগেও একবার বিয়ে করেছিলেন যশ। তার সেই প্রথম স্ত্রী আবার পেশায় সাংবাদিক। বর্তমানে তিনি মুম্বাইয়ের বাসিন্দা। তবে তিনি  আদতে বাঙালি নন। জানা যায়  যশের এই প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিং কালহানস (Shweta Singh Kalhans)।

টলিউড,Tollywood,অভিনেতা,Actor,যশ দাশগুপ্ত,Yash Dashgupta,নুসরত জাহান,Nusrat Jahan,প্রাক্তন স্ত্রী,Ex Wife,শ্বেতা সিং কালহানস,Shweta Singh Kalhans,বিচ্ছেদের কারণ,Separation Reason

যশের সাথে তাঁর বিচ্ছেদ হয়েছে অনেকদিন। কিন্তু তাঁদের  বিচ্ছেদের কারণ কি? তা আজও অনেকের কাছে অজানা। নিজের এই প্রথম স্ত্রীকে কোনদিনই প্রকাশ্যে আনেননি যশ।  বছর দুয়েক আগে নুসরাত জাহানের  সাথে সম্পর্ক নিয়ে যখন সরগরম পেজথ্রির পাতা, তখনই একবার মুখ খুলে ছিলেন যশের এই প্রাক্তন স্ত্রী।

টলিউড,Tollywood,অভিনেতা,Actor,যশ দাশগুপ্ত,Yash Dashgupta,নুসরত জাহান,Nusrat Jahan,প্রাক্তন স্ত্রী,Ex Wife,শ্বেতা সিং কালহানস,Shweta Singh Kalhans,বিচ্ছেদের কারণ,Separation Reason

সেই সময় যশের সাথে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে শ্বেতা বলেছিলেন ‘যশ আমার ছেলের বাবা।  ওর সঙ্গে সেই সূত্র ধরে যেটুকু যোগাযোগ রাখতে হয় রাখি। আমাদের সন্তান পারস্পরিক হেফাজতের অধীন’।জানা যায় যশের সাথে শ্বেতার বিয়েটা হয়েছিল মুম্বাইয়ে নয় কলকাতায়। সে সময় তাঁরা একে অপরকে ভালবেসেই সংসার পেতেছিলেন।

টলিউড,Tollywood,অভিনেতা,Actor,যশ দাশগুপ্ত,Yash Dashgupta,নুসরত জাহান,Nusrat Jahan,প্রাক্তন স্ত্রী,Ex Wife,শ্বেতা সিং কালহানস,Shweta Singh Kalhans,বিচ্ছেদের কারণ,Separation Reason

তবে সেই সংসার সুখের হয়নি।  কিন্তু আজ যে আর প্রাক্তন স্বামী যশের প্রতি শ্বেতার সেই ভালোবাসা আর ছিঁটে ফোঁটাও নেই সে কথা স্পষ্ট জানিয়েছিলেন শ্বেতা। তবে জানা যায় বিচ্ছেদের পর ছেলে কিন্তু শ্বেতার কাছে থাকে না। জানা যায় যশের বড় ছেলের সাথে আবার নুসরাতের নাকি ভালো সম্পর্ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥