• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের কথা হয়েও ভেঙেছিল প্রেম! রইল রুদ্রনীল তনুশ্রীর বিচ্ছেদের অজানা কাহিনী

Published on:

টলিউড,Tollywood,রুদ্রনীল ঘোষ,Rudranil Ghosh,তনুশ্রী চক্রবর্তী,Tanushree Chakraborty,অজানা কারণ,Unknown Reason,বিচ্ছেদ,Breakup

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা একসময় সম্পর্কে থাকাকালীন হয়ে উঠেছিলেন টক অফ দা টাউন। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার এত বছর পরেও তাদের নিয়ে চর্চার শেষ নেই দর্শকমহলে। টলিউডের এমনই এক চর্চিত প্রাক্তন জুটি হলেন )।

বিনোদন জগতে অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় জীবনের মতই বর্ণময় হয়ে থাকে তাদের ব্যক্তিগত জীবন।  আর তারকাদের জীবনের অজানা কথা নিয়ে বরাবরই অনুরাগীদের কৌতুহল থাকে সীমাহীন। বিশেষ করে, সেই  প্রাক্তন তারকা জুটিদের প্রেম ভাঙার  কারণ থেকে বর্তমানে তারা কার সাথে সম্পর্কে রয়েছেন এমনই নানা খুঁটিনাটি বিষয় নিয়ে মানুষের জানার আগ্রহটা কিন্তু একটু বেশিই দেখা যায়।

Rudranil Ghosh opens up about Tanushree and his marriage

সালটা ২০১৭,সেই সময় একে অপরের সাথে চুটিয়ে প্রেম করছিলেন এই তারকা জুটি। এমনকি সেসময় ইন্ডাস্ট্রিতে এও কানাঘুঁষো শোনা গিয়েছিল বিয়ে করবেন তাঁরা।কিন্তু সম্পর্কটা বিয়ের মণ্ডপ পর্যন্ত গড়ানোর আগে আচমকাই ছন্দপতন হয়। প্রিয় এই তারকা জুটি রুদ্রনীল তনুশ্রীর এই বিচ্ছেদ নিয়ে টলিপাড়ায় নানা কথা কানে আসে মাঝেমধ্যেই।

তেমনি একবার তাঁদের বিচ্ছেদের কারণ হিসাবে শোনা গিয়েছিল ‘বেডরুম’ সিনেমা করার সময় সহ অভিনেত্রী উষসী চক্রবর্তীর সাথে রুদ্রনীলের ঘনিষ্ঠ দৃশ্য থেকে শুরু করে একাধিক প্রেমের দৃশ্য কোনোটাই ভালো চোখে দেখেননি তনুশ্রী। তবে আজ পর্যন্ত রুদ্রনীলের সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি তনুশ্রী।

টলিউড,Tollywood,রুদ্রনীল ঘোষ,Rudranil Ghosh,তনুশ্রী চক্রবর্তী,Tanushree Chakraborty,অজানা কারণ,Unknown Reason,বিচ্ছেদ,Breakup

যদিও এপ্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে রুদ্রনীল বলেছিলেন ‘আমরা ভাল বন্ধু ছিলাম, তবে বন্ধুত্বকে অন্য আকার দিতে গিয়ে দেখলাম স্বামী-স্ত্রী হয়ে গেলে অনেক কিছু বাধো বাধো ঠেকবে। বন্ধুকে যে কথা অবলীলায় বলা যায়, তা প্রেমিকাকে বলা সম্ভব নয়। তাই আলাদা হয়ে গেলাম’।

এরপর রুদ্রনীলের সাথে কারও নাম না জড়ালেও শোনা গিয়েছিল এই সম্পর্ক থেকে বেরোনোর পর তনুশ্রী প্রেমে পড়েছিলেন ব্যবসায়ী রাজকুমার গুপ্তার। যদিও পরবর্তীতে সেই সম্পর্কও টেকেনি। তবে কিছুদিন আগে টলিউড অভিনেত্রী নুসরত জাহানের টক শোতে এসে তনুশ্রী জানিয়েছিলেন বিবাহিত পুরুষের সাথেও একসময় সম্পর্কে ছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥