• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দ্য শো মাস্ট গো অন’! বাবার মৃত্যুর খবর পেয়েও করেছিলেন শুটিং আজ তিনিই খলনায়িকা চড়ুই

Published on:

ধুলোকণা,Dhulokona,চড়ুই,Chorui,শ্বেতা মিশ্র,Sweta Mishra,খলনায়িকা,Villain

লীনা গাঙ্গুলির লেখা ‘ধুলোকণা’ (Dhulokona) সিরিয়ালের চড়ুই (Chorui) মানেই মাথায় সারাক্ষণ গিরগিজ করছে হাজারটা দুষ্টু বুদ্ধি, সেইসাথে গা জ্বালানো সংলাপ তো রয়েইছে। ধারাবাহিককে এই চড়ুই চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী শ্বেতা মিশ্র (Sweta Mishra)। ধারাবাহিকে তার শয়তানির জন্যই কিন্তু লালন ফুলঝুরির সম্পর্কটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে।

আসলে খারাপটা না থাকলে ভালোটা বোঝা যায় না ভালো তা কত সুন্দর। আর এই কারণে  ধুলোকণা সিরিয়ালের অন্যতম এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে চড়ুই। অভিনয় জীবনের অল্প দিনেই দর্শকমহলে দারুন ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে এই অভিনেত্রীর। তাই স্বাভাবিকভাবেই অভিনেত্রীর অনুরাগীরা সকলেই জানতে চান তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। আজ আপনাদের সেকথাই জানাবো।

ধুলোকণা,Dhulokona,চড়ুই,Chorui,শ্বেতা মিশ্র,Sweta Mishra,খলনায়িকা,Villain

সম্প্রতি টলি টাইম চ্যানেলের সাথে আড্ডা দিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই জানা যায় আদতে বহরমপুরের বাসিন্দা তিনি। শ্বেতার কথায় তার প্রথম টেলিভিশনের যাত্রা শুরু হয় কালার্স বাংলার ‘জাহানারা’ সিরিয়ালের হাত ধরে। তবে আজ তিনি অভিনেত্রী হিসাবে তার নাম ডাক হলেও  ছোট থেকে কোনদিন অভিনয়ে আসার কথা নাকি তার মাথাতেই আসেনি।

ধুলোকণা,Dhulokona,চড়ুই,Chorui,শ্বেতা মিশ্র,Sweta Mishra,খলনায়িকা,Villain

বহরমপুর ছেড়ে তিনি যখন কলকাতায় গ্রাজুয়েশন করতে এসেছিলেন তখন থিয়েটার করতেন শ্বেতা। থিয়েটার করতে করতেই অভিনয়ের প্রতি জন্মে যায় অদ্ভুত ভালো লাগা। তারপরেই একসময় ক্যামেরার পিছনে এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন কিছুদিনের জন্য। সেসময় তার কাছে সুযোগ এসে যায় কালার্স বাংলার জাহানারাতে অভিনয়ের। কিন্তু জানলে চোখে জল আসবে পর্দার সামনে খলনায়িকা (Villain) সেজে থাকা এই অভিনেত্রীর জীবনের এক দুঃখজনক ট্রাজেডির কথা।

ধুলোকণা,Dhulokona,চড়ুই,Chorui,শ্বেতা মিশ্র,Sweta Mishra,খলনায়িকা,Villain

বিনোদন জগতের ক্ষেত্রে একটা কথা খুবই প্রচলিত সেটা হল ‘ দ্য শো মাস্ট গো অন’।  শ্বেতার ক্ষেত্রেও ঠিক  তেমনটাই হয়েছিল। তিনি যখন জাহানারার শুটিং করছিলেন সেই সময়ই শুটিং চলাকালীন তিনি জানতে পারেন তার বাবার মৃত্যুর খবর। কিন্তু বাবার মৃত্যুর খবর পেয়েও সে সময় তিনি ছুটে যেতে পারেননি তার কাছে। ওই অবস্থাতেই শুটিং শেষ করে তিনি গিয়েছিলেন বাড়িতে। আবার পরের দিনই চলে এসেছিলেন শুটিংয়ে। ফিরে এসে ১৩ দিন পর গিয়ে বাবার সমস্ত কাজ করে এসেছিলেন তিনি।

ওই খারাপ সময়টায় অভিনেত্রীর কাছে সাপোর্ট সিস্টেম-এর মত কাজ করেছিলেন তার মা এবং তার পার্টনার। প্রসঙ্গত সিরিয়ালে চড়ুই লালনের জন্য পাগল হলেও বাস্তবে তিনি সম্পর্কে রয়েছেন তার এক কাছের বন্ধুর সাথে। আর সেই সম্পর্কে তিনি দারুণ খুশি। পর্দায় তার খলনায়িকার চরিত্রে তার অভিনয় দর্শকদের কতটা ভালো লাগছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেত্রী বলেন একবার ক্রসিং এর সময় গাড়িতে বসে থাকা অবস্থায় এক মহিলা তাকে ডেকে বলেছিলেন ‘চড়ুই না? আপনি মরে যান না কেন?’ শ্বেতার কথায় একজন খলনায়িকা হিসেবে এটা তার কাছে জীবনের সেরা কমপ্লিমেন্ট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥