বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত ভার্সেটাইল অভিনেতাদের (Actor) মধ্যে একজন হলেন মনোজ মিত্র (Manoj Mitra)। তিনি যে কত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। এখন সেই অভিনেতার বয়স হয়েছে। বেশ অনেকটা সময় হয়ে গেল পর্দাতেও দেখা যায় না মনোজ মিত্রকে। দর্শকরা বেশ মিস করেন তাঁকে। তিনি এখন কোথায় আছেন, কী করছেন সেই প্রশ্ন ঘুরপাক খায় সকলের মনে।
নতুন আসলে পুরনোকে নিজের জায়গা ছেড়ে দিতে হয়। বছরের পর বছর ধরে এই পরম্পরাই চলে আসছে। বিনোদন দুনিয়াতেও নবীনদের জন্য প্রবীণরা নিজের স্থান ছেড়ে দেন। কিন্তু তাই বলে মনোজ মিত্রের মতো প্রবাদপ্রতিম অভিনেতার হাতে কাজ থাকবে না! ৮৪ বছর বয়সি এই অভিনেতা যিনি নিজের অভিনয়ের মাধ্যমে টলিউডকে সমৃদ্ধ করেছেন তিনি এখন কীভাবে দিন কাটাচ্ছেন জানলে অবাক হবে।
অনেকেই জানেন না, মনোজ মিত্র একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন প্রখ্যাত নাট্য শিল্পী এবং নাট্যকার ছিলেন। নাটকের মাধ্যমে শুরু হয়েছিল তাঁর পথচলা। এরপর পা রাখেন সিনেদুনিয়ায়। নব্বইয়ের দশকের প্রচুর সুপারহিট ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা মিলেছিল তাঁর।
নাটক থেকে শুরু করে সিনেমা- সব মাধ্যমেই নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করা এই মনোজ মিত্রকেই খাস কলকাতায় চরম হেনস্থার মুখে পড়তে হয়েছিল। তাঁকে বের করে দেওয়া হয়েছিল যতীন দাস রোডের বাড়ি থেকে। ঘটনাটি অবশ্য এখন নয়, বরং ঘটেছিল ২০১৮ সালে।
কিংবদন্তি এই অভিনেতা গত ৬০ বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। মূলত মনোজ মিত্রের নাটকের অনুশীলন হতোও সেখানে। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, দিনের পর দিন ভাড়া না দিয়ে তিনি নাকি সেই বাড়ি দখল করে রেখেছেন। এই অভিযোগের জন্য নাকি আদালত অবধি ছুটতে হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে।
শেষ পর্যন্ত সেই বাড়ি ছাড়তে হয় মনোজ মিত্রকে। এখন অভিনয় দুনিয়া থেকে সরে লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেতা। এই বয়সেও নাটক লেখা বন্ধ করেননি তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, কারোর যদি মনে হয় তাঁকে নিজের সিনেমায় নিলে লাভ হতে পারে, তাহলে তিনি অভিনয় দুনিয়ায় কামব্যাক করতেও রাজি আছেন।