বাংলা বিনোদন জগতে এখন নিত্য নতুন অভিনেত্রীদের মেলা। এখনকার দিনে বেশিরভাগ সিরিয়ালেই বিশেষ করে সুযোগ দেওয়া হচ্ছে নতুন প্রতিবভাদের। টিভির পর্দায় যে সিরিয়ালই আসছে না কেন সেই সিরিয়ালে থাকছে একঝাঁক নতুন মুখ। সে দিক দিয়ে দেখতে গেলে এখন কার বাংলা সিরিয়াল নির্মাতারাও কিন্তু বেশী করে গুরুত্ব দিচ্ছেন নতুন অভিনেত্রীদের।
স্টার জলসার এমনই একটি সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। এই সিরিয়ালে কাস্টিং কিন্তু বেশ ঝাঁ চকচকে।ধারাবাহিকের নায়িকা দীপা ছাড়াও রয়েছেন একাধিক সুন্দরী অভিনেত্রী। তাদের মধ্যে অন্যতম হলেন দীপার সৎ বোন উর্মি (Urmi) অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী (Soumili Chakraborty)।
জানা যায় অভিনয়ে আসার আগে নাচই ছিল এই অভিনেত্রীর ধ্যান জ্ঞান। কিন্তু পরবর্তীতে অভিনয়ের সুযোগ চলে আসায় তা আর হাতছাড়া করেননি সৌমিলি। সিরিয়ালের অভিনয়ের অডিশনদিতে দিতেই একসময় অভিনেত্রীর কাছে সুযোগ আসে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয়ের। শুধু তাই নয় এই অভিনেত্রীর অভিনয়ে আসার সাথে যুক্ত রয়েছে আরও একটি মজার সিক্রেট।
View this post on Instagram
তবে শুনলে হয়তো অবাক হবেন অনেকেই এই ধারাবাহিকের এখন সৌমিলি উর্মি চরিত্রে অভিনয় করলেও প্রথমে নাকি দীপা (Deepa) চরিত্রের জন্যই অডিশন নেওয়া হয়েছিল তার। কিন্তু পরবর্তীতে আরো একবার অডিশন নিয়ে সিরিয়ালের নির্মাতারা তাকে দীপা নয় উর্মি চরিত্রের জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি সৌমিলি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে অভিনেত্রী নিজের সম্পর্কে এই অজানা কাহিনী (Unknown Facts) জানিয়েছেন নিজেই। এই ভিডিওর কমেন্ট সেকশনে অনুরাগীরা যেমন উর্মির প্রশংসা করেছেন তেমনই একজন দীপা ভক্ত অনুরাগী কটাক্ষ করে লিখেছেন ‘উর্মি তোমাকে দিপাদির থেকে দেখতে খুব একটা ভালো না। তোমার নাকটা কেমন বোঁচা মতো’।