• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়লোকদের বাথরুমের মতো ছোট ঘর থেকে নুন ভাত খেয়ে দিন কাটানো, পর্দার যমুনা ঢাকির জীবন যেন সিনেমা 

Published on:

Unknown facts about tv actress Sweta Bhattacharya anm

সিরিয়ালের পাশাপাশি বাংলা টেলিভিশনের  দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গেম শো হল রচনা বন্দোপাধ্যায় (Rachna Banerjee) জি বাংলার  দিদি নাম্বার ওয়ান (Didi No 1)।  সারা সপ্তাহ জুড়ে এই মজার খেলায় যোগ দেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। তবে শুধু সাধারণ মানুষরাই নয়, দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে অংশগ্রহণ করতে দেখা যায় বিনোদন জগতের সাথে যুক্ত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরও।

প্রসঙ্গত দিদি নাম্বার ওয়ান এমনই একটা অনুষ্ঠান যা পুরনো হয়ে গেলেও তা দেখতে ভালোবাসেন দর্শকরা। তাই মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে দিদি নাম্বার ওয়ান এর পুরনো ভিডিও মোবাইলের স্ক্রিনে ভেসে উঠলে চোখ আটকে যায় সকলেরই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল (Viral) হয়েছে টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) ‘দিদি নাম্বার ওয়ান’ এ আসার একটি পুরনো ভিডিও (Old Video)।

রচনা বন্দোপাধ্যায়,Rachna Banerjee,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,পুরনো ভিডিও,Old Video,অজানা কথা,Unknown Fact,ভাইরাল,Viral

সেবার সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়ের দরবারে বাবার সাথে হাজির হয়েছিলেন শ্বেতা। ভিডিও পুরনো হওয়ায় তা দেখে মনে হচ্ছে তখনও শ্বেতা পর্দার যমুনা হয়ে ওঠেননি। প্রসঙ্গত শ্বেতা আজ জীবনের চূড়ান্ত সফল একজন অভিনেত্রী, ছোট পর্দার পাশাপাশি ইতিমধ্যেই তিনি কাজ করে ফেলেছেন বড় পর্দা তেও। টলিউড সুপারস্টার দেব এবং মহাগুরু মিঠুন চক্রবর্তীর সাথে তিনি অভিনয় করেছেন ‘প্রজাপতি’ সিনেমায়।

রচনা বন্দোপাধ্যায়,Rachna Banerjee,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,পুরনো ভিডিও,Old Video,অজানা কথা,Unknown Fact,ভাইরাল,Viral

সব মিলিয়ে ইদানিং সাফল্যের একেবারে শিখরে রয়েছেন অভিনেত্রী। তাছাড়া খুব তাড়াতাড়ি  জি বাংলার পর্দায় আসতে চলেছে তাঁর  নতুন সিরিয়াল ‘সোহাগ জল’। তবে আজকের এই সাফল্য কিন্তু অভিনেত্রীর জীবনে একদিনে আসেনি।  একটা সময় জীবনে প্রচন্ড কষ্ট সহ্য করেছেন অভিনেত্রী। সেবার দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে এসে পুরনো জীবনের পাতা উল্টা অভিনেত্রী জানিয়েছিলেন ‘বড়লোকদের বাড়িতে যেমন বাথরুম থাকে একটা সময় তিনি এবং তার বাবা মা তেমন একটা  ঘরে থাকতেন’।

শুধু তাই নয় শ্বেতা জানিয়েছেন তার জীবনে এমনও দিন গিয়েছে যখন দুপুরে নুন ভাত খেলেও রাতে কি জুটবে তা জানতেন না।  তবে শ্বেতা সেদিন জানিয়েছিলেন  জীবনে সমস্ত ওঠা পড়ায় অভিনেত্রী তার পাশে সবসময় পেরেছেন নিজের বাবা মাকে। তাই তিনি ঠিক করে নিয়েছেন জীবনের শেষ নিঃশ্বাস অব্দি নিজের বাবা-মায়ের জন্য নিজের সবটা উজাড় করে দেবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥