• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তোমার মত মেয়েদের স্ক্রিনে দেখতে খারাপ লাগবে! সমস্ত ব্যর্থতা, অপমানের জবাব দিয়ে আজ সফল অর্কজা

Published on:

Ogo Nirupama actress Arkaja Acharya shares about her actring struggle

বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পরিচিতি মুখ হলেন টেলি অভিনেত্রী অর্কজা আচার্য (Arkoja Acharya)। এই অভিনেত্রীর অভিনয় জীবনের বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই বেশ ভালো রকম পরিচিতি পেয়েছেন তিনি। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো নিরুপমা’ (Ogo Nirupama)-র হাত ধরেই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তার।

কলকাতার মেয়ে অর্কজার ছোট থেকেই স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। জানা যায় সিরিয়ালে আসার একসময় তিনি চুটিয়ে থিয়েটার করেছেন। থিয়েটার জগতের এই অভিনেত্রী আজকের দিনে যে সাফল্য পেয়েছেন তার পিছনে রয়েছে দীর্ঘ ৫ বছরের এক কঠিন লড়াই। সম্প্রতি জোশ টকস নামের একটি ইউটিউব চ্যানেলে নিজের সম্পর্কে এমনই নানান অজানা কথার ঝাঁপি খুলেছিলেন অভিনেত্রী।

Arkoja Acharya

অর্কজা জানিয়েছেন অভিনয়ে আসার আগে থিয়েটার করার সময় টানা ৫ বছর ধরে বিভিন্ন জায়গায় অডিশন দিয়েছিলেন তিনি। সেখানে বারবার রিজেক্টেড হয়েছেন অপমানিত হয়েছেন তিনি। একবার তো তাকে তাড়িয়ে দিয়ে মুখের ওপর  বলা হয়েছিল ‘তোমার মত মেয়েদের স্ক্রিনে দেখতে খুব খারাপ লাগবে, সুতরাং তুমি বেরিয়ে যায় এখন থেকে’। থিয়েটার করার সময় সেট ঝাঁট দেওয়ার পাশাপাশি প্রপ বওয়ার মতো কাজও করেছিলেন তিনি।

অর্কজা আচার্য,Arkoja Acharya,ওগো নিরুপমা,Ogo Nirupama,জীবন সংগ্রাম,Life Struggle,অজানা কথা,Unknown Facts

এইভাবে বারবার রিজেক্টেড হতে হতে একসময় অভিনেত্রী ভেবেই নিয়েছিলেন তিনি অভিনয় ছেড়ে চাকরি করবেন। প্রসঙ্গত অর্কজা স্কুলের পড়াশোনা পাঠভবনে এবং কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বাংলা নিয়েই পড়াশোনা করেছিলেন তিনি। এছাড়াও অভিনেত্রীর বাড়ির সবাই মানে বাবা, মা, দাদা, দিদি সকলেই পড়াশোনায় দারুণ ভালো। তাই একসময় বারবার অডিশন দিয়ে ব্যর্থ হয়ে তিনিও অভিনয়ের পেশা বদলে চাকরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

চাকরির করার সুযোগও পেয়েছিলেন একটা স্কুলে। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যেদিন তার চাকরির কল আসে সেই দিনই ওগো নিরুপমা সিরিয়ালের সিলেকশনের কলটাও আসে। তারপর বাকিটা ইতিহাস। প্রথম সিরিয়াল থেকেই দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীতে মিঠাই সিরিয়ালে আইপিএস অফিসার ধারা চরিত্রে অভিনয় করে দর্শকমহলের বেশ পরিচিতি পান তিনি। ইদানিং অভিনেত্রীকে দেখা যাচ্ছে আকাশ আটের ‘শ্রেয়সী’ সিরিয়ালে। এই সিরিয়ালে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥