• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডের জনপ্রিয় পরিচালকের ছেলে হয়েও নেননি বাড়তি সুযোগ! স্ট্রাগল করেই সফল ‘খেলনা বাড়ি’র অর্ক 

বাংলা সিরিয়ালের (Bengali Serial)জগতে জনপ্রিয় একজন অভিনেতা হলেন নীল চ্যাটার্জী (Neel ChatterJee)। দর্শকরা বেশিরভাগ সময়েই তাকে খলনায়কের চরিত্রে দেখে এসেছেন। বিশেষ করে নীল অভিনীত ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের আদিত্য আগারওয়ালের চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। যদিও এখন এই সিরিয়ালে আদিত্য আগারওয়ালের (Aditya Agarwal) চরিত্রে নীল চ্যাটার্জীর ট্র্যাক শেষ হয়েছে ইতিমধ্যেই।

এখন প্লাস্টিক সার্জারি করে অন্যরূপে ফিরে এসেছে আদিত্য আগারওয়াল। তবে নীল ভট্টাচার্যের অনুরাগীরা  এখন তাকে ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) সিরিয়ালে অর্ক (Arko) চরিত্রে দেখে দারুণ খুশি। মাত্র কিছুদিন আগেই মিতুলের ননদ কলির সাথে বিয়ে হয়েছে তার। এই চরিত্রের জন্য দর্শকদের কাছেও খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন নীল। তবে ইন্ডাস্ট্রিতে আজ তিনি সফল হলেও তার পিছনে রয়েছে অভিনেতার বিরাট স্ট্রাগলের কাহিনী।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল চ্যাটার্জী,Neel ChatterJee,আদিত্য আগারওয়াল,Aditya Agarwal,মিঠাই,Mithai,খেলনা বাড়ি,Khelna Bari,অর্ক,Arko

সম্প্রতি ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতার সাথে একটি সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন অভিনেতা। অনেকেই জানেন না অভিনেতার পরিবারের সাথেই রয়েছে বিনোদন জগতের যোগসূত্র। তাই ছোট থেকেই নীলের বাড়িতে ছিল অভিনয়ের পরিবেশ। এতদিন কাউকে কিছু না জানালেও এদিনের সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তার বাবা ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক ইমন কল্যান চ্যাটার্জি।  এবং দাদু ছিলেন একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল চ্যাটার্জী,Neel ChatterJee,আদিত্য আগারওয়াল,Aditya Agarwal,মিঠাই,Mithai,খেলনা বাড়ি,Khelna Bari,অর্ক,Arko

কিন্তু এই কথা বলে কখনও  তিনি নিজের ক্যারিয়ারে বাড়তি সুবিধা পাওয়ার চেষ্টা করেননি। তাই আজকের এই সাফল্যের পুরোটাই তিনি অর্জন করেছেন নিজে স্ট্রাগল করে। কারণ তিনি মনে করেন নিজের কষ্টের সাফল্যে যতটা মজা আছে অন্য কারোর নাম নিয়ে সেই সাফল্য অর্জন করলে তাতে সেই আনন্দটা পাওয়া যায় না। এছাড়া নীল জানান তাদের পরিবারের রক্তেই আছে এইভাবে স্ট্রাগল করে উঠে আসার বিষয়টা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল চ্যাটার্জী,Neel ChatterJee,আদিত্য আগারওয়াল,Aditya Agarwal,মিঠাই,Mithai,খেলনা বাড়ি,Khelna Bari,অর্ক,Arko

কারণ তার বাবাও কখনো তাঁর দাদুর নাম নিয়ে ক্যারিয়ারের জায়গা করতে চাননি। সেই একই পন্থা অবলম্বন করে তিনিও আজ অভিনেতা হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন  নিজের চেষ্টায়। তাছাড়া খুব ছোট বয়সেই বাবাকে হারিয়েছিলেন নীল। ২০০৪ সালে প্রয়াত হয়েছিলেন তার বাবা।  সেই থেকে তাকে পড়াশোনা করানো থেকে বড় করে তোলা সবকিছুতেই অনেক স্ট্রাগল করতে হয়েছে অভিনেতার মাকে। কিন্তু অভিনয়ের অনিশ্চয়তার কথা ভেবে প্রথমদিকে ভয় পেতেন নিলেন মা।

তাই তার কড়া নির্দেশ ছিল পড়াশুনো অন্ততপক্ষে গ্রাজুয়েশন শেষ করে তবেই তিনি অভিনয় আসতে পারবেন। ২০১৪ সাল থেকে সিরিয়াল করছেন নীল। দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে আট বছর পার করে ফেলেছেন নীল। আর দীর্ঘদিনের এই অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন মোট ২১টা সিরিয়ালে। প্রসঙ্গত টিভির পর্দায় অনেক সময় তাকে নেগেটিভ চরিত্রে দেখা গেলেও বাস্তবে কিন্তু তিনি দারুন পজিটিভ মনের মানুষ।