হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) প্রতিভাবান অভিনেতাদের (Actor) মধ্যে একজন হলেন প্রিয়াংশু চট্টোপাধ্যায় (Priyanshu Chatterjee)। বলিউডে যে কজন বাঙালি অভিনেতা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তাঁদের মধ্যে একজন হলেন ‘তুম বিন’ (Tum Bin) খ্যাত প্রিয়াংশু। ডেবিউ ছবিতেই নিজের গুড লুকস এবং দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন। যদিও দুর্ভাগ্যবশত প্রিয়াংশুর সেই খ্যাতি এবং জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হয়নি।
১৯৭৩ সালের ২০ ফেব্রুয়ারি এক বাঙালি পরিবারে জন্ম প্রিয়াংশুর। যদিও বাংলায় নয়, বরং দিল্লিতে জন্ম এবং বেড়ে উঠেছেন তিনি। সুদর্শন এই অভিনেতা নিজের কেরিয়ার শুরু করেছিলেন অবশ্য মডেলিংয়ের হাত ধরে। বহু জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন তিনি। এরপর এই বাঙালি অভিনেতার সামনে খুলে যায় বলিউডের দরজা।
২০০১ সালে অনুভব সিনহা পরিচালিত সুপারহিট ছবি ‘তুম বিন’এর মাধ্যমে বি টাউনে পা রাখেন প্রিয়াংশু। অভিনেতার প্রথম ছবি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। এই ছবিতে যতখানি সফল হয়েছিল, তাতে অনেকেই মনে করেছিলেন প্রিয়াংশুর ভাগ্য খুলে গেল। আর পিছন ফিরে দেখতে হবে না তাঁকে। কিন্তু বাস্তবে এমনটা হয়নি। ছবি হিট হলেও, প্রিয়াংশুর ভাগ্য কিন্তু খোলেনি।
এরপর ফের অনুভব সিনহার পরবর্তী ছবি ‘আপকো পেহলে কহি দেখা হ্যায়’তে কাস্ট করা হয় প্রিয়াংশুকে। সেই ছবিও বক্স অফিসে হিট হয়েছিল। কিন্তু ব্যাক টু ব্যাক দু’টি হিট ছবি দেওয়া সত্ত্বেও বি টাউনের কোনও নামী প্রযোজক নাকি প্রিয়াংশুর সঙ্গে কাজ করায় আগ্রহ দেখায়নি। শোনা যায়, ইন্ডাস্ট্রিতে নেপোটিজমের শিকার হয়েছিলেন এই প্রতিভাবান বাঙালি অভিনেতা।
ব্যাক টু ব্যাক দু’টি হিট ছবির পর প্রিয়াংশুকে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ‘দিল কা রিশ্তা’ ছবিতে। এরপর ‘পিঞ্জর’, ‘বো’, ‘জুলি’, ‘কোই মেরে দিল মে হ্যায়’ সহ বেশি কিছু ছবিতে অভিনয় করেন প্রিয়াংশু। তবে খুব একটা সাফল্য পাননি তিনি। নায়ক থেকে পার্শ্বচরিত্র, অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় শুরু করেন প্রিয়াংশু। আস্তে আস্তে শেষ হতে থাকে ‘তুম বিন’ অভিনেতার বলিউড কেরিয়ার।
এরপর ২০০৭ সালে ‘বিধাতার লেখা’ ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন প্রিয়াংশু। জিৎ অভিনীত সেই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। গত কয়েক বছর ‘মনের মানুষ’, ‘ভোরের আলো’, ‘ইতি মৃণালিনী’, ‘শঙ্খচিল’, ‘অচেনা উত্তম’ সহ বেশ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করেছেন প্রিয়াংশু। পাশাপাশি ‘রাজধানি এক্সপ্রেস’, ‘বাদশাহো’, ‘হেট স্টোরি ৩’ সহ বহু হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। এককালের নামী নায়ক এখন পার্শ্বচরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করার চেষ্টা করছেন।