বাংলা বিনোদন জগতের দারুন জনপ্রিয় একজন অভিনেতা হলেন সুদীপ মুখার্জি (Sudip Mukherjee)। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) তে। এই ধারাবাহিকে নায়ক পোখরাজের বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে আজও দর্শকদের চোখে লেগে রয়েছে ‘শ্রীময়ী’ সিরিয়ালে সুদীপ অভিনীত চরিত্রটি।
প্রসঙ্গত বেশিরভাগ সিরিয়ালে খলনায়কের চরিত্র করেই জনপ্রিয়তা পেয়েছেন সুদীপ। সম্প্রতি ইউটিউবের জোশ টকসে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে তিনি শেয়ার করে নিয়েছিলেন নিজের জীবনের নানান অজানা কথা।
অভিনেতা জানান তথাকথিত নায়কসুলভ সুন্দর মুখ, আর গোলগাল ফর্সা চেহারা কোনোদিনই ছিল না তাঁর। তাই অভিনয় জীবনের শুরুর দিকে তাঁর কাঠখোট্টা চেহারা দেখে ফিরিয়ে দিয়েছিলেন অনেকে। কারণ সেসময় টলিউডে কাঠখোট্টা চেহারার কোনো হিরো ছিল না। কিন্তু সেসময়ই পরিচালক জয় মুখার্জী তাঁকে কাজ দিয়েছিলেন হিরোর চরিত্রে।
এছাড়া এদিন সুদীপ জানান তাঁকে প্রথম অভিনয় করার সুযোগ দিয়েছিলেন পরিচালক অনিমেষ রায়। যিনি পাইলট ডিরেক্টর নামেও পরিচিত ছিলেন। সেসময় তিনি হয়েছিলেন অ্যান্টি হিরো আর হিরো ছিলেন যীশু সেনগুপ্ত নায়িকা জুন মালিয়া। যারা সেসময় রীতিমতো প্রতিষ্ঠিত। বিশেষ করে ‘মহাপ্রভু’ করে ততদিনে বাংলা জুড়ে বিরাট জনপ্রিয়তা পেয়েছিলেন যীশু।
তাই সেসময় অভিনেতা সামনে থেকে দেখেছিলেন মহাপ্রভু যীশুর সাথে দেখা করতে এসেছিলেন তাঁর অগণিত ভক্ত। অভিনেতার কথায় এই যীশু সেনগুপ্তই প্রথম তাঁকে অভিনয় জীবনে এগোতে সাহায্য করেছিলেন , এরপরেই অতীতের স্মৃতি রোমন্থন করে অভিনেতা নাম নেন পরিচালক দেবাংশু সেনগুপ্তের। তাঁরই পরিচালনায় একটা গল্পে একদিনের জন্য একটা ছোট্ট রোল করার কথা ছিল তাঁর।
কিন্তু তাঁর মতো নতুন নায়কের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি তাঁকে তাঁর আগামী দুটো গল্পের নায়ক করে দেন। বিপরীতে নায়িকা সুদীপ্তা চক্রবর্তী। যিনি ততদিনে অভিনেত্রী হিসাবে ঝুলিতে পুরেছেন জাতীয় পুরস্কার। তাই এহেনঅভিনেত্রীর বিপরীতে অভিনয় করার কথা শুনে প্রথমে নাকি তিনি ‘শুকিয়ে কাঠ ‘ হয়ে গিয়েছিলেন।
তবে এতদিনের অভিনয় জীবনে সুদীপ বুঝেছেন টিম ওয়ার্ক ছাড়া কখনও জীবনে এগোনো যায় না। তাই কোনো একটা প্রজেক্টে অভিনয় করার ক্ষেত্রে তাঁর কাছে টিমটা খুব গুরুত্বপূর্ণ। তাই তিনি মনে করেন সেক্ষেত্রে একজন হিরোর যেমন অবদান থাকে তেমনি সেই হিরোকে চা দিচ্ছে যে ছেলেটা তাঁর অবদানও কোনো অংশে কম নয়। এছাড়া অভিনেতা জানান তিনি সবসময় নতুন অভিনেতা অভিনেত্রীদের সাহায্য করতে ভালোবাসেন।