• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌন্দর্যে বোনের থেকেও এককাঠি উপরে, রইল শ্রাবন্তীর সুন্দরী দিদির ছবি সহ আসল পরিচয়

Published on:

Srabanti Chatterjee's sister might beat her in terms of beauty

বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ব্যক্তিগত জীবন নিয়েই বেশিরভাগ সময় শিরোনামে উঠে আসেন অপরূপ সৌন্দর্যের অধিকারী এই টলিউড অভিনেত্রী (Tollywood Actress)। ব্যক্তিগত জীবনে যাই ঘটে থাকুক না কেন অভিনয় জগতে কিন্তু তিনি দারুন সফল অভিনেত্রী।

তাঁর মারকাটারি রূপে বরাবরই মুগ্ধ অনুরাগীরা। তাই সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী কোনো ছবি শেয়ার করতেই তা ভাইরাল হতে সময় লাগে না এক মুহূর্তও।  অভিনয়ের সূত্রেই এখন শ্রাবন্তির বাংলা জোড়া নাম ডাক। সকলেই এক ডাকে চেনে তাঁকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না শ্রাবন্তীর  দিদি স্মিতা চট্টোপাধ্যায় ঘোষের (Smita Chatterjee Ghosh) কথা।

টলিউড,Tollywood,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,বাংলা সিনেমা,Bengali cinema,শ্রাবন্তী চট্টোপাধ্যায়,Srabanti Chatterjee,বড় দিদি,Elder Sister,স্মিতা চট্টোপাধ্যায়,Smita Chatterjee,অজানা কথা,Unknown Facts

বোন শ্রাবন্তীর দেখানো পথ অনুসরণ করে তাঁর দিদি স্মিতাও একসময় নাম লিখিয়েছিলেন অভিনয়ে। কিন্তু শ্রাবন্তী যতটা সাফল্য পেয়েছেন তার ছিটেফোঁটাও আসেনি স্মিতার ঝুলিতে। জানা যায় অল্প দিনের অভিনয় জীবনে স্মিতা অভিনয় করেছেন ‘শপথ’, ‘পরবাস’এর মতো একাধিক সিনেমায়। কিন্তু এখন আর সিনেমায় অভিনয় করতে দেখা যায় না শ্রাবন্তীর দিদি স্মিতাকে।

Tollywood Actress Srabanti Chatterjee Smita Chatterjee

অভিনয় জগতে সাফল্য না পেয়ে ২০১৬ সালে ব্যক্তিগত জীবনে একটি বড় সিদ্ধান্ত নেন অভিনেত্রী। সাত বছর আগে সহ অভিনেতা সুজয় ঘোষ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। গত বছরেই অভিনেত্রীর কোল আলো  করে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করা নিয়েছিলেন খোদ টলিউড অভিনেত্রী শ্রাবন্তী।

Tollywood Actress Srabanti Chatterjee Smita Chatterjee

অভিনয় থেকে দূরে স্মিতার এখন স্বামী সন্তান নিয়ে সুখী গৃহকোণ। প্রসঙ্গত স্মিতার স্বামী সুজয়ও বেশ কয়েক বছর ধরে যুক্ত রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির সাথে। তিনি অভিনয় করেছেন ‘মজনু’, ‘১০০% লাভ’- এর মত একাধিক সফল সিনেমায়। তবে নায়ক হিসাবে নয়, সহ অভিনেতা হিসেবে।

Tollywood Actress Srabanti Chatterjee Smita Chatterjee

এখন অভিনয় জগত থেকে দূরে থাকলেও অনুরাগীদের মধ্যে শ্রাবন্তীর দিদি স্মিতাকে নিয়ে কৌতূহলের কিন্তু কমতি নেই। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই দেখা যায় তাঁর নামে বেশ কিছু ফ্যান ক্লাবও রয়েছে। এমনকি টলি সুন্দরী শ্রাবন্তীর রূপের সাথেও তুলনা চলে তাঁর  দিদির স্মিতার। অনুরাগীরা বলে থাকেন সৌন্দর্যের দিক দিয়ে বোন শ্রাবন্তীকেও টেক্কা দিতে পারে তাঁর দিদি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥