জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালে নায়িকা মিঠাইরানির মৃত্যুর পর এসেছে বিরাট চমক। ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন ধাপে ধাপে এই কদিনে বেশ বড় হয়ে উঠেছে সিদ্ধার্থ (Sidhartha) মিঠাইয়ের একমাত্র ছেলে শাক্য (Shakyo)। গতকালই ধারাবাহিক সম্প্রচারের নতুন সময়ের সাথে সাথেই সিরিয়ালে মিঠাই-এর ছেলের চরিত্রে এন্ট্রি হয়েছে নতুন শাক্য মোদকের। এই শাক্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় শিশু তারকা ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)।
পর্দার এই ছোট্ট শাক্যর বর্তমান বয়স মাত্র ৫ বছর। আর এই বয়সেই তিনি করে ফেলেছেন দারুন দারুন সব কান্ড কারখানা। তিনি বর্তমানে প্রথম শ্রেণীর ছাত্র। মাত্র চার মাস হয়েছে বাবা মায়ের সাথে কলকাতায় এসেছে সে। এর আগে তারা থাকতো আসামে। কলকাতায় আসতে না আসতেই ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ধারাবাহিকে শুটিং। তবে মিঠাইয়ের আগেও তাকে দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বৌমা এক ঘর’-এ।
এই সিরিয়ালে নায়কের দাদার ছেলের চরিত্রে দেখা গিয়েছিল ধৃতিষ্মানকে। তবে সেই চরিত্রটিতে বেশি দিনের জন্য দেখা যায়নি তাকে। মিঠাই সিরিয়ালের প্রমো দেখে এতদিনে নিশ্চয়ই অনেকেই জেনে গিয়েছেন ধৃতিষ্মানের আসল পরিচয়। আসলে পর্দার শাক্য হলো সেই খুদে যে এই বয়সেই গান গেয়ে ফেলেছেন পাঁচটি ভাষায়, পেয়েছেন রাষ্ট্রীয় বাল পুরস্কার। এইটুকু বয়সেই পাঁচটি ভাষায় গান গেয়ে তিনি চমকে দিয়েছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।
চলতি বছরের প্রথম দিকেই পাঁচটি ভাষায় গান গাওয়ার জন্য ধৃতিষ্মানকে রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়ার কথা জানিয়ে টুইট করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নিজে। জানা যায় এই বয়সেই ধৃতিষ্মানকে গান গাইতে পারে বাংলা হিন্দি, ইংরেজি, সংস্কৃত এবং অসমীয়া ভাষায়। এই অল্প বয়সেই পাঁচটি ভাষায় গান গেয়ে ইতিমধ্যেই গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলেছেন ধৃতিষ্মান। মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গারের খ্যাতিও পেয়েছেন তিনি। প্রসঙ্গত খুব ছোট থেকেই গানের পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে ধৃতিষ্মান।
তার মাও যুক্ত গানের জগতের সাথে। জানা যায় মাত্র ১১ মাস বয়স থেকেই গানের প্রতি ঝোঁক রয়েছে তার। এই অল্প বয়সেই ৭০ টির বেশি গান রেকর্ড করে ফেলেছে সে। ইউটিউবেও এই ছোট্ট ধৃতিষ্মানের ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় মিঠাই রানী ছেলে শাক্য মোদক হিসেবে পা রাখলেও ধৃতিষ্মানকে স্বপ্ন বড় হয়ে সে রকস্টার হবে।
যা দেখে মিঠাই সিরিয়ালের দর্শকরা বলছেন ‘বাপ কা বেটা’। দর্শকরা সকলেই জানেন পর্দায় হোক কিংবা বাস্তব জীবন উভয়ের ক্ষেত্রেই গান গাইতে ভীষণ ভালোবাসেন সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়। তার রয়েছে নিজস্ব একটা ব্যান্ড। এখন দেখার টেলিভিশনের পর্দায় এই বাপ বেটা জুটিকে একসাথে কবে গান গাইতে দেখা যায়।