• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখের থেকে পুরস্কৃত হয়ে বলিউডে, আজ কোথায় রয়েছেন বঙ্গ কন্যা সঞ্চিতা

জি টিভির সারেগামাপা লিটল চ্যাম্পস (Saregamapa Little Champs) খ্যাত সঞ্চিতা ভট্টাচার্যের (Sanchita Bhattacharya) কথা মনে আছে নিশ্চয়ই? সেদিনের সেই ছোট্ট সঞ্চিতা যদিও আজ আর সেই ছোট্টটি নেই। জানলে হয়তো অনেকেই অবাক হবেন এখন বিয়ে করে রীতিমতো ঘর সংসার করছেন তিনি।

টেলিভিশনের পর্দায় সঞ্চিতার যাত্রা শুরু হয় আজ থেকে ১৭ বছর আগে। সালটা ছিল ২০০৬। সেই বছরেই জি টিভির সারেগামাপা এর লিটল চ্যাম্পসে প্রতিযোগী হয়ে অংশ নিয়েছিলেন বাংলার মেয়ে সঞ্চিতা। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪।

   

সারেগামাপা লিটল চ্যাম্পস,Saregamapa Little Champs,সঞ্চিতা ভট্টাচার্য,Sanchita Bhattacharya,গায়িকা,Singer,বলিউড,Bollywood,শাহরুখ খান,Shahrukh Khan

এত অল্প বয়সেও তাঁর অসাধারণ গায়কিতে এককথায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত বিচারকরা। এই বছর এই গানের অনুষ্টানে বিচারকের আসনে উপস্থিত ছিলেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী,গায়িকা আলকা ইয়াগনিক এবং গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

এতটুকু বয়সে সঞ্চিতার পরিণত গানের গলা শুনে প্রশংসায় ভরিয়েছিলেন তাঁরা তিন জনেই। জানা যায় সেসময় রিয়্য়ালিটি শো চলাকালীন গুরু হিসাবে অলকা জির কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন বাংলার মেয়ে সঞ্চিতা। শুরু থেকেই গানের গলার অসম্ভব উন্নতি হতে শুরু করেছিল সঞ্চিতার।  সেসময় তাঁর গান শুনে মুগ্ধ হয়েছিল আসমুদ্র হিমাচল গোটা দেশ।

 

সারেগামাপা লিটল চ্যাম্পস,Saregamapa Little Champs,সঞ্চিতা ভট্টাচার্য,Sanchita Bhattacharya,গায়িকা,Singer,বলিউড,Bollywood,শাহরুখ খান,Shahrukh Khan

নিজের গানের প্রতিভার জোরেই একের পর এক রাউন্ড টপকে ফাইনাল রাউন্ড অবধি পৌঁছে গিয়েছিলেন সঞ্চিতা। আম জনতার ভোটেই সেবছর সেরার মুকুট মাথায় উঠেছিল সঞ্চিতার। সঞ্চিতাই হয়েছিলেন সারেগামাপা লিটল চ্যাম্পসের বিজয়ী। সেসময় ছোট্ট সঞ্চিতার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান(Shahrukh Khan)।

এরপর এক বছর জি টিভির সাথে কন্ট্রাক্টে থাকার পর স্বাধীনভাবে গান গাওয়া শুরু করেন সঞ্চিতা। কেরিয়ারের শুরুর দিকে প্লে ব্যাক সিঙ্গার হিসাবে সঞ্চিতা গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন ‘কাঞ্চি: দ্য আনব্রেকবল’, কিংবা ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’র মতো বেশ কিছু বলিউড ছবিতে।

সারেগামাপা লিটল চ্যাম্পস,Saregamapa Little Champs,সঞ্চিতা ভট্টাচার্য,Sanchita Bhattacharya,গায়িকা,Singer,বলিউড,Bollywood,শাহরুখ খান,Shahrukh Khan

বলিউডের (Bollywood) নামজাদা সংগীতশিল্পী  সুখউইন্দর সিং, শঙ্কর মহাদেবানদের সাথেও গান গাওয়ার সুযোগ হয়েছিলো এই বাঙালি কন্যার। তবে সময়ের সাথে সাথে গানের জগৎ হারিয়ে যেতে শুরু করেন সঞ্চিতা। এখন আর সেভাবে গান গাইতে শোনা যায়না সঞ্চিতাকে। এছাড়া কেরিয়ারে সেভাবে হিট গানও নেই তাঁর। প্রসঙ্গত কয়েকবছর আগেই বিয়ে করেছেন সঞ্চিতা। এখন চুটিয়ে সংসার করার পাশাপাশি মাঝে স্টেজ শো করেন সঞ্চিতা।