ভারতীয় সঙ্গীত (Music) জগতের অত্যন্ত প্রতিভাবান এক শিল্পী হলেন সঞ্চিতা ভট্টাচার্য (Sanchita Bhattacharya)। তাঁর গান শুনে মুগ্ধ হয়েছিলেন কিংবদন্তি বাপ্পি লাহিড়ী, অভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগনিকের মতো শিল্পীরা। মাত্র ১৪ বছর বয়সেই জিতে নিয়েছিলেন ‘সারেগামাপা’র (SaReGaMaPa) খেতাব। সঞ্চিতার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন খোদ বলিউড ‘বাদশা’ শাহরুখ খান।
মাত্র ১৪ বছর বয়সে সঞ্চিতা নিজের গানের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছিলেন। গোটা দেশে তাঁর অনুরাগীর সংখ্যা ছিল দেখার মতো। কিন্তু তা সত্ত্বেও এখন সেই গায়িকার প্লেব্যাক খুব একটা শোনা যায় না। কোথায় হারিয়ে গেলেন এই বঙ্গ তনয়া? সম্প্রতি একটি নামী ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতার সময় মুখ খোলেন এই প্রতিভাবান গায়িকা।
সম্প্রতি বনি সেনগুপ্ত অভিনীত ‘আর্চির গ্যালারি’ ছবিতে একটি গান গেয়েছেন সঞ্চিতা। কিন্তু তাঁর তো আরও বেশি সাফল্য পাওয়ার কথা ছিল! সঞ্চিতার অনুরাগীরা এমনটাই মনে করেন। গায়িকা নিজেও হয়তো জানেন, তিনি কিছুটা অন্তরালে চলে গিয়েছেন। সেই জন্য সঞ্চিতা সাফ বলেন, ‘আজ যদি কারোর সঙ্গে ডেট অথবা কফি শপে কফি খেতে যেতাম তাহলে হয়তো আরও বেশি কাজের সুযোগ পেতাম’।
যদিও এই কারণে কাউকে দোষারোপ করেন না সঞ্চিতা। বরং তিনি যতটুকু পেয়েছেন ততটুকুতেই সন্তুষ্ট। গায়িকা জানান, খুব কম বয়সে সাফল্য পেলেও সেই কারণে নিজের মাথা ঘুরে যেতে দেননি, বরং চিরকাল পাশের বাড়ির মেয়ে হয়েই থাকতে চেয়েছেন। তবে সঞ্চিতা জানান, একটা সময় কর্মজীবন, ব্যক্তিগত জীবনের কারণে তাঁকে ঘিরে ধরেছিল মানসিক অবসাদ। সেই সময় তাঁর পাশে ছিলেন স্বামী এবং গীতা। সঞ্চিতার কথায়, ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে পথ দেখিয়েছেন। সেই জন্য কৃষ্ণ ঠাকুরকেই নিজের সবচেয়ে বড় বন্ধু মনে করেন তিনি।
মাত্র ১৪ বছরেই ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’ (SaReGaMaPa Lil Chamaps) খেতাব জেতার পর সঞ্চিতা কিন্তু বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছেন। সেই তালিকায় নাম রয়েছে, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘কাঞ্চিঃ দ্য আনব্রেকবল’এর মতো ছবির। এখন দেশে-বিদেশে নানান জায়গায় শো করছেন তিনি। কাজ করেছেন শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিংয়ের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে।
যদিও আপাতত বলিউডে কাজ করেন না সঞ্চিতা। বিভিন্ন স্টেজ শো নিয়েই ব্যস্ত আছেন তিনি। তবে আগামীদিনে বেশ কিছু কাজ তাঁর হাতে রয়েছে বলে জানান ‘সারেগামাপা’ বিজেতা। ভবিষ্যতে তাঁর বেশ কিছু সিঙ্গেল গান শোনা যাবে বলে জানিয়েছেন তিনি। আপাতত সেই গানগুলির অপেক্ষাতেই রয়েছেন সঙ্গীতপ্রেমী মানুষরা।