• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মনফাগুন’-এর ঋষি নয়! পর্দায় সৃজলা প্রথম প্রেম করেছিলেন প্রাক্তন প্রেমিক রোহন ভট্টাচার্যের সাথে

Published on:

মনফাগুন,Monphagun,পিহু,Pihu,সৃজলা গুহ,Srijla Guha

‘যার শুরু আছে তার শেষও আছে’! একই কথা প্রযোজ্য সিরিয়ালের ক্ষেত্রেও। এই নিয়ম মেনেই সদ্য স্টার  জলসার পর্দায় শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘মনফাগুন’ (Monphagun)। আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা ঋষি পিহুর (Pihu) মন পাগল করা এই প্রেমের গল্প শুরু থেকেই দাগ কেটেছিল সিরিয়ালপ্রেমি দর্শকদের মনে।

সিরিয়ালের নায়ক-নায়িকা ঋষি (Rishi)-পিহু (Pihu)-র জুটিকে দারুন পছন্দ করেছিলেন দর্শকরা। টিভির পর্দায় তাদের কেমিস্ট্রি দেখার নেশায় বুঁদ হয়ে থাকতেন দর্শকরাও। প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার টেলিভিশনের পর্দায় পা রেখেছেন পিহু অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। তার বিপরীতে ঋষি চরিত্রে অভিনয় করে ফের একবার দর্শকদের মন জয় করে নিয়েছেন টেলিভিশন হার্টথ্রব শন ব্যানার্জি।

মনফাগুন,Monphagun,পিহু,Pihu,সৃজলা গুহ,Srijla Guha

প্রসঙ্গত এই সিরিয়াল যখন শুরু হয় তখন অভিনেত্রী সৃজলা গুহকে দেখে সবাই ভেবেছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন। অল্প কয়েকদিনেই মন ফাগুন সিরিয়ালের হাত ধরে পিহু হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে। কিন্তু অনেকেই জানেন না সৃজলার অভিনয় জগতে হাতেখড়ি কিন্তু এই মন ফাগুন সিরিয়াল দিয়ে নয়।

মনফাগুন,Monphagun,পিহু,Pihu,সৃজলা গুহ,Srijla Guha

এর আগেও তিনি অভিনয় করেছেন বড় পর্দায়। আজ থেকে সাত বছর আগে অর্থাৎ ২০১৫ সালে ‘জামাই বরণ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমায় সৃজলা অভিনয় করেছিলেন তার প্রাক্তন প্রেমিক রোহন ভট্টাচার্যের বিপরীতে। সে সময় সিনেমাটি বক্স অফিসে তেমনভাবে সাফল্য পাইনি। এই কারণে অনেকেরই সৃজালাকে চেনা চেনা লাগলো কেউই বুঝে উঠতে পারবেন নি, আসলে তাকে তারা কোথায় দেখেছেন।

মনফাগুন,Monphagun,পিহু,Pihu,সৃজলা গুহ,Srijla Guha

প্রসঙ্গত শুধু টলিউডেই নয় সৃজলা মুম্বাইতেও একসময় দারুন জনপ্রিয় ছিলেন। মডেলিং দিয়েই শুরু করেছিলেন কেরিয়ার। সেখানেও মডেলিং করে বেশ নামডাক হয়েছিল তার। পরে অভিনয়ের স্বপ্ন নিয়েই  কলকাতায় এসেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পিহু। প্রসঙ্গত অল্প দিনেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় দর্শকদের মতোই মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেত্রীর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥