বাংলা মেগা সিরিয়ালের দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে তার নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’। এই সিরিয়ালের পল্লবীর নাম হয়েছে পর্ণা (Parna)। যদিও ছোট পর্দার দর্শকদের অনেকের কাছেই তিনি এখনও ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা (Joba) নামেই বেশি পরিচিত।
একসময় টানা চার বছর টিভির পর্দায় রমরমিয়ে চলেছিল এই সিরিয়াল। এই সিরিয়াল শেষ হওয়ার পর দু’বছর পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে।বেশ সচেতন ভাবেই ব্রেক নিয়েছিলেন পল্লবী। সম্প্রতি এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের সাথে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী। সেখানে এই লম্বা ব্রেক প্রসঙ্গে পর্দার পর্ণা জানিয়েছেন তার জন্য এই বিরতিটা নেওয়ার প্রয়োজন ছিল।
পল্লবীর কথায় ‘এই সিরিয়াল শেষ হওয়ার পর আমার মনে হয়েছিল বিরতিটা খুব জরুরি। দর্শকের ‘জবা’ চরিত্রটা ভুলে যাওয়া প্রয়োজন’। তাছাড়া নিজের জন্য ছুটিও প্রয়োজন ছিল অভিনেত্রীর। তাই ওই দু’বছর শুধুই নিজেকে সময় দিয়েছেন আর নিজের শখগুলো মন ভরে পূরণ করেছেন অভিনেত্রী। প্রসঙ্গত ‘কে আপন কে পর’ সিরিয়াল থেকে তুমুল জনপ্রিতা পেলেও পল্লবীর প্রথম সিরিয়াল কিন্তু ‘নদের নিমাই’। ২০১২ সাল থেকে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর।
তবে অভিনেত্রীর ছোটবেলাটা ভালো ছিল না একেবারেই। ছোট থাকতেই হারিয়েছেন মা-বাবা দুজনকেই। এদিন তিনি জানান তিনি যখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ছাত্রী তখনই হারিয়েছেন মা-কে। আর মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন বাবা মারা যান। এ প্রসঙ্গে পল্লবী বলেন ‘দেখতাম, সবার মা-বাবা পরীক্ষার সময় ডাবের জল খাওয়াচ্ছে, খাবার খাওয়াচ্ছে। আমি তখন হবিষ্যি খেতাম’।
পল্লবী জানান মা মারা যাওয়ার পর থেকেই তিনি মানুষ হয়েছেন পিসির কাছে। যদিও সেই পিসিও নেই আজ দু-তিন বছর হয়ে গিয়েছে। এখন নিজের ফ্ল্যাটে আকার সংসার অভিনেত্রীর। এদিন প্রথম নিজের ব্যক্তিগত জীবন অর্থাৎ প্রেম নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি জানান এখন তিনি সিঙ্গেল। তবে কেরিয়ারের শুরুতে তার জীবনে এমন একজন এসেছিল যে ভালো মানুষ ছিল না। পল্লবীর কথায় ‘সেটা সঠিক সিদ্ধান্ত ছিল না। তবে এখন তিনি জীবনে শান্তি চান। তাই জীবনে এমন এক জনকে চান যাঁর মধ্যে নিজের বাবাকে খুঁজে পাবেন।