বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘খেলনাবাড়ি’ (Khelna Bari) এ মিতুলের (Mitul) চরিত্রে অভিনয় করছেন তিনি। আদতে ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকার ছোট থেকেই স্বপ্ন ছিল তিনি অভিনেত্রী হবেন। অভিনয় করার একটা অদ্ভুত নেশা ছিল তার মধ্যে।
প্রসঙ্গত সদ্য ১৮ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। ১৩ই ডিসেম্বর ছিল পর্দার মিতুল অভিনেত্রী আরাত্রিকার জন্মদিন। ২০০৫ সালে আজকের দিনে ঝাড়গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। জন্মদিনে আরাত্রিকার কেক কেটে সেলিব্রেট করার সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য জনপ্রিয় এই টেলি অভিনেত্রীর অভিনয় জীবনের বয়স মাত্র ২ বছর।
এরই মধ্যে তাঁর সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। জানা যায় মাধ্যমিক দিয়েই লকডাউনের সময় আরাত্রিকা প্রথমবার কলকাতায় অডিশনে এসেছিলেন। আর প্রথম অডিশনেই সিলেক্ট হয়ে গিয়েছিলেন তিনি। সে সময় আরাত্রিকা অভিনয় করেছিলেন জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণিতে’। এই ধারাবাহিকে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে ছিলেন আরাত্রিকা। পরবর্তীতে সান বাংলার ‘অগ্নিশিখা’ নামে একটি সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাকে।
সম্প্রতি টলিউড ফোকাস কলকাতা নামের একটি ইউটিউব চ্যানেলে খোলামেলা আড্ডায় হাজির হয়েছিলেন পর্দার মিতুল অভিনেত্রী আরাত্রিকা। সেখানেই তিনি জানিয়েছেন নিজের অভিনয় জীবনে আসার শুরুর দিনগুলোর কথা। অডিশন দিতে গিয়ে বাকিদের মতো স্ট্রাগল করলেও বিষয়টাকে স্ট্রাগল বলতে রাজি নন আরাত্রিকা।
একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আরাত্রিকা শুরুর দিকে বিভিন্ন জায়গায় অডিশন দিতে যেতেন ঠিকই। কিন্তু প্রথমদিকে কারও সাথে কোনও যোগাযোগ না থাকায় কাউকেই চিনতেন তিনি। ওলা উবের ভাড়া বাঁচিয়ে পায়ে হেঁটেই যেতেন এই স্টুডিও থেকে সেই স্টুডিও।
তখন অনেকেই তার ছবি দেখে ছুঁড়েও ফেলে দিয়েছিলেন মাটিতে। আরাত্রিকার নায়িকা হওয়ার কথা শুনে হেসেও উড়িয়ে দিতেন অনেকে। তবে আজকের এই সাফল্যের পরেও আরাত্রিকা নিজের শেকড় ভোলেননি। তাই আজও নিজেকে ঝাড়গ্রামের বাসিন্দা বলতে গর্ববোধ করেন আরাত্রিকা।