স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘মেয়েবেলা’ (Meyebela)। খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছেন মৌ, বীথি, ডোডো, টিকলিরা (Tikli)। মেয়েদের জীবন সংগ্রাম নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন রূপা গাঙ্গুলী, স্বীকৃতি মজুমদার এবং অর্পণ ঘোষাল। তবে এনাদের মাঝেও পার্শ্বচরিত্রে তুখোড় অভিনয় করে নজর কাড়ছেন অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য (Sreya Bhattacharya)।
‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা টিকলিকে ওরফে অথৈকে খুব ভালোভাবেই চেনেন। এখন সিরিয়ালের ট্র্যাক তাঁকে কেন্দ্র করেই এগোচ্ছে। এই চরিত্রেই অভিনয় করছেন শ্রেয়া। ‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, টিকলি চরিত্রটি ছোটবেলায় তাঁর পিসেমশাইয়ের লালসার শিকার হয়েছিল। মাত্র ৭ বছর বয়সে নির্যাতন হয়েছিল তাঁর ওপর।
এক দোলের দিন ছোট্ট টিকলির সঙ্গে এই ঘৃণ্য কাজটি করেছিল তাঁর বড় পিসেমশাই। সেই আঘাত এখনও ভুলে উঠতে পারেনি সে। যদিও মৌ থেরাপি করে তাঁর মন থেকে অনেকখানি ভয় বের করেছে। থেরাপির সঙ্গে টিকলি যখন মৌকে সেদিনকার ঘটনা বলছিল, তখন সেই চরিত্রের মধ্যে জমে থাকা কষ্ট, ভয়, যন্ত্রণা অত্যন্ত নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন শ্রেয়া। দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল তাঁর অভিনয়।
‘মেয়েবেলা’র টিকলি তথা শ্রেয়া অত্যন্ত বড় মাপের একজন অভিনেত্রী। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা কলকাতাতেই। গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল থেকে পড়াশোনা করেছেন শ্রেয়া। স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। পাশাপাশি বাংলা সিনেমাতেও কাজ করেছেন শ্রেয়া।
‘কৃশান কৃশানু’, ‘গাঙ্গুলী ওয়েডস গুহ’, ‘ব্যোমকেশ সহ একাধিক সিরিজে কাজ করেছেন ‘মেয়েবেলা’র টিকলি। শ্রেয়া অভিনীত সিনেমার কথা বলা হলে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘জ্যেষ্ঠ পুত্র’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া ‘সাঁঝবাতি’, ‘হোমকামিং’য়েও অভিনয় করেছেন তিনি।
সিনেমা এবং সিরিজে অভিনয়ের পর এখন স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকে টিকলি তথা অথৈয়ের চরিত্রে দেখা যাচ্ছে শ্রেয়াকে। একজন মেধাবী, স্বাধীনচেতা মেয় টিকলি। তবে তাঁর ব্যক্তিগত জীবনে রয়েছে যন্ত্রণায় ভরা অধ্যায়। এই সমস্ত শেডকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলছেন শ্রেয়া, নিজের নিখুঁত অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করছেন প্রত্যেককে।