• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যোগ্যতা থাকলেও কাজ নেই! অভিনয় ছেড়ে এই কাজ করছেন মা সিরিয়ালের ‘ফুলকি’

Updated on:

Fulki Ashmita Chakraborty Maa Serial

বছর বছর টেলিভিশনের পর্দায় কত সিরিয়াল যায় আর আসে। কিন্তু এমন কিছু সিরিয়াল থেকে যায় যায় যা শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ থেকে যায় দর্শকমহলে। স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা মেগা সিরিয়াল (Bengali Serial) ছিল ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’।  সবার কাছে যা ‘মা’ (Maa) সিরিয়াল নামেই পেয়েছিল অধিক জনপ্রিয়তা।

এই ধারাবাহিকে নায়িকা ঝিলিকের পাশাপাশি দারুন জনপ্রিয়তা পেয়েছিল খলনায়িকা ফুলকি (Fulki)। ধারাবাহিকে বড় বেলার এই ফুলকি চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী (Ashmita Chakraborty)। ধারাবাহিকে তাঁর সংলাপ থেকে শুরু করে চোখ মুখের এক্সপ্রেশন, তাকানোর অঙ্গভঙ্গি সবকিছু দেখেই ই একেবারে রাগে  গা জ্বলত দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মা,Maa,খলনায়িকা,Villain,ফুলকি,Fulki,অস্মিতা চক্রবর্তী,Ashmita Chakraborty

সব মিলিয়ে তাঁর দাপুটে অভিনয় দারুন উপভোগ করেছিলেন সিরিয়াল প্রেমী দর্শকরা। তাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও পর্দার ফুলকিকে আজও ভুলতে পারেননি মানুষ। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার প্রায় ৯ বছর পর আজও সবাই তাঁকে এই ফুলকি নামেই ডাকেন। কিন্তু টিভির পর্দা থেকে হঠাৎ কোথায় হারিয়ে গেলে মা সিরিয়ালের এই ফুলকি?

বহুদিন তাকে টিভির পর্দায় দেখতে পান নি দর্শক। অভিনয় থেকে দূরে এখন কি করছেন অস্মিতা। তা জানতে চান সকলেই। বহুদিন পর সম্প্রতি ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতায় এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেখানে এদিন অভিনেত্রী জানান সেই লোক ডাউনের পর থেকে এখনও পর্যন্ত নাকি অভিনেত্রীর কাছে কোন কাজ নেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মা,Maa,খলনায়িকা,Villain,ফুলকি,Fulki,অস্মিতা চক্রবর্তী,Ashmita Chakraborty

তবে সেইসাথে এদিন অভিনেত্রী জানিয়েছেন এত সহজে তিনি আশা ছাড়বেন না। এখন তিনি অপেক্ষা করছেন আরও একবার আরও একবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করার জন্য। অভিযোগের  সুরে পর্দার ফুলকি জানিয়েছেন এখন এত কাজ হচ্ছে ওটিটি প্লাটফর্ম পর্যন্ত চলে এসেছে, কিন্তু কারো তার কথা মনে পড়ছে না।  তবে এদিন অভিনেত্রী জানান তিনি নিজেও মুখিয়ে রয়েছেন ক্যামেরার সামনে কাম ব্যাক করার জন্য।

অস্মিতার কথায় তিনি জীবনে কোনো কিছুই সহজে পাননি। সব কিছুই লড়াই করেই পেতে হয়েছে তাঁকে। তাই চটজলদি সুযোগ না আসলেও তিনি আশাহত হবেন না বলেই জানিয়েছেন। তবে দিনের পর দিন কাজ না পেয়ে এখন আর প্রতিবাদ করেন না অস্মিতা। কারণ তিনি দেখেছেন প্রতিবাদ করে কোনো লাভ হয়না। আর অভিনেত্রী মনে করেন এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজেই হয়তো ট্রোলড হয়ে যাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥