বলিউডের এমন অনেক নায়ক আছেন যাদের নামের পাশে হিরো শব্দটার চেয়ে অনেক বেশি মানানসই অভিনেতা শব্দটা। কারণ একটাই, তথাকথিত হিরোদের মতো হ্যান্ডসাম লুক কিংবা হাবভাব নয় শুধুমাত্র অভিনয় গুণেই তারা মন জয় করে নিয়েছেন দর্শকদের। পর্দায় তাদের সাবলীল অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।
হিন্দি বিনোদন জগতের এমনই একজন জনপ্রিয় অভিনেতা হলেন ‘কোটা ফ্যাক্টরি’ (Kota Factory)-র জিতু ভাইয়া (Jitu Bhaiya) অর্থাৎ অভিনেতা জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। আজ তিনি নিজের ৩২ তম জন্মদিন সেলিব্রেট করছেন। ১৯৯০ সালের পয়লা সেপ্টেম্বর রাজস্থানের আলওয়ারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। অত্যন্ত সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা এই অভিনেতা নিজেও অত্যন্ত সাধারণ।
ছোট থেকে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। এই কারণেই অভিনয়ের প্রতি সেই ভালোবাসা থেকেই ছোটবেলায় তিনি গ্রামের ‘রাম লীলা’য় অভিনয়ও করতেন। কিন্তু পরবর্তীতে বয়সের সাথে সাথে পড়াশোনা চাপে জীবন থেকে অভিনয় শব্দটা থেকেই দূরে সরে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে আইআইটি খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং (Engineering) নিয়ে পাশ করে ছিলেন জিতেন্দ্র। এই কলেজে পড়ার সময় থেকেই তিনি আবার অভিনয়ের প্রতি মনোযোগী হতে শুরু করেন।
সেই সময় কলেজের এক সিনিয়র এর দৌলাতে তিনি ‘ভাইরাল ফিভার’-এ কাজ করতে শুরু করেন। এই ভাইরাল ফিভারের ‘মুন্না জাজবাতি’তে অভিনয় করেই ব্যাপক ভাইরাল হয়েছিলেন জিতেন্দ্র। সেসময় ৩ মিলিয়ন পর্যন্ত ভিউ পেয়েছিল এই সিরিজ। পরবর্তীতে জিতেন্দ্র ‘পার্মানেন্ট রুমমেটস’,’টিভিএফ পিচার’,’বিষ্ট প্লিজ’, ‘কোটা ফ্যাক্টরি’,এবং ‘পঞ্চায়েত’-এর মত একাধিক ওয়েব সিরিজে নিজের সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে দাগ কেটেছেন দর্শক মহলে।
তবে পঞ্চায়েতে বিশেষ পঞ্চায়েত টু তে সচিব জির চরিত্রে তার অভিনয় তাকে দর্শকদের একেবারে ঘরের ছেলে করে তুলেছে। প্রসঙ্গত জিতেন্দ্র প্রথম বলিউডে ডেবিউ করেছেন ২০২০ সালে আয়ুষ্মান খুরানার সাথে ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ সিনেমা দিয়ে। এছাড়া পরবর্তীতে নেটফ্লিক্সের ‘চামান বাহারে’-তে দেখা গিয়েছে তাকে। আর ইদানিং এই অভিনেতার হাতে রয়েছে থাকা একাধিক ঠাসা কাজ।