বাংলা সিরিয়ালের (Serial) ইতিহাসের অত্যন্ত আইকনিক একটি ধারাবাহিক (Serial) ছিল ‘করুণাময়ী রানী রাসমণি’ (Korunamoyee Rani Rashmoni)। এই সিরিয়ালে অভিনয় করেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সেই সঙ্গেই গদাই ঠাকুরের (Godai Thakur) চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)। ‘করুণাময়ী রানী রাসমণি’তে অভিনয় করেই বাংলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি।
টেলি দুনিয়ায় নতুন সিরিয়ালের ভিড়ে পুরনো সিরিয়াল শেষ হওয়াটা কোনও নতুন ব্যাপার নয়। এমনটাই হয়েছিল জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’র সঙ্গেও। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার খবর শুনে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন দর্শকরা। কারণ ধারাবাহিক শেষ হলে যে প্রিয় গদাই ঠাকুরকে আর পর্দায় দেখতে পেতেন না তাঁরা। তবুও নিয়ম মেনে ইতি পড়েছে ধারাবাহিকের পথচলায়।
দেখতে দেখতে বেশ অনেকটা সময় হয়ে গেল ‘করুণাময়ী রানী রাসমণি’ শেষ হয়েছে। তবুও গদাই ঠাকুরের চরিত্রে সৌরভের দুর্দান্ত অভিনয় কিন্তু দর্শকদের মন থেকে মুছে যায়নি। অভিনেতার দুর্দান্ত অভিনয়ে যেন জীবন্ত হয়ে উঠেছিল গদাধরের চরিত্র। ফের তাঁকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
যদিও কিছুদিন আগে টলি সুপারস্টার জিৎ সঞ্চালিত ‘ইস্মার্ট জোড়ি’তে দেখা মিলেছিল সৌরভের। স্ত্রীয়ের সঙ্গে সেই শোয়ে অংশগ্রহণ করেছিলেন অভিনেতা। স্ত্রী সুস্মিতার সঙ্গে জিতে নিয়েছিলেন ‘ইস্মার্ট জোড়ি’র শিরোপাও। অনেকেই জানেন না, টেলি দুনিয়ার এই জনপ্রিয় অভিনেতা বাস্তব জীবনে পুরোদস্তুর ফ্যামিলি ম্যান।
মফঃস্বলের ছেলে সৌরভ। সেই জন্য খ্যাতি, যশ, জনপ্রিয়তা পেলেও নিজের পা মাটিতে রাখাই পছন্দ করেই তিনি। অভিনেতার স্ত্রী সুস্মিতা জানিয়েছিলেন, তাঁর স্বামী প্রচণ্ড সংসারী। তাঁর হাতের রান্না অসাধারণ। জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ, সবকিছুতে পটু পর্দার গদাই ঠাকুর। পরিবারের সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি পছন্দ করেন সৌরভ।
সৌরভ এও বলছিলেন, তিনি সবাইকে বিনোদিত করলেও তাঁকে বিনোদনের রসদ জোগায় তাঁর একমাত্র ছেলে স্বর্ণাভ। সে নাকি ভীষণ দুষ্টু। তবে সৌরভ মনে করেন, বাচ্চারা একটি ছটফটে হলেই ভালোলাগে। অভিনেতার স্ত্রীয়ের বক্তব্য, বাবাকে একেবারেই ভয় পায় না স্বর্ণাভ। তবে মায়ের কাছে একেবারে জব্দ হয়ে যায় সে। স্ত্রী এবং ছেলেকে নিয়েই এখন সুখে সংসার করছেন দর্শকদের প্রিয় গদাই ঠাকুর।