• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কিছু পেতে গেলে কিছু হারাতে হয়! মিতুল হওয়ার জন্যই বড়পর্দার সুযোগ হারিয়েছেন আরাত্রিকা 

Published on:

খেলনাবাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maiti,বড় পর্দা,Big Screen,Unknown Facts,অজানা কথা

জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘খেলনাবাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকে মিতুলের (Mitul) চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti) ধারাবাহিকের তার অভিনয় অল্পদিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের।

এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়েই শহরের নামী ব্যবসায়ী ইন্দ্রজিৎ লাহিড়ীর সাথে বিয়ে হয়েছে মিতুলের।প্রসঙ্গত এই ধারাবাহিকের নায়িকা মিতুল আসলে কিন্তু কলকাতার বাসিন্দা নন আদতে তিনি ঝাড়গ্রামের বাসিন্দা। মাধ্যমিক শেষ হওয়ার পরেই লকডাউনের সময় আরাত্রিকা প্রথমবার কলকাতায় অডিশনে এসেছিলেন।

Khelna Bari actress Aratrika Maity journey

আর প্রথম অডিশন দিতে এসেই সিলেক্ট হয়ে গিয়েছিলেন তিনি । সে সময় আরাত্রিকা অভিনয় করেছিলেন জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণিতে’। এই ধারাবাহিকে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে ছিলেন আরাত্রিকা। পরবর্তীতে সান বাংলার ‘অগ্নিশিখা’ নামে একটি সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাকে।

খেলনাবাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maiti,বড় পর্দা,Big Screen,Unknown Facts,অজানা কথা

এই ধারাবাহিকের শিখা চরিত্রে অভিনয় করে পৌঁছে গিয়েছিলেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। এই ধারাবাহিক শেষ হতে না হতেই জি বাংলার খেলনা বাড়ি সিরিয়ালে মিতুলের চরিত্রে অভিনয় করার সুযোগ আসে আরাত্রিকা। এই ধারাবাহিকে মিতুলের চরিত্রে তার অভিনয় ভীষণভাবে দাগ কেটেছে দর্শকদের মনে।

খেলনাবাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maiti,বড় পর্দা,Big Screen,Unknown Facts,অজানা কথা

কিন্তু অনেকেই হয়তো জানেন না বড় পর্দা (Big Screen) থেকেও অভিনয়ের ডাক এসেছিল আর আরাত্রিকার কাছে। কিন্তু ততদিনে খেলনা বাড়ি সিরিয়ালের প্রমোও শুট হয়ে য়ায় সিরিয়ালের। এবং কথাবার্তাও অনেকটাই এগিয়ে গিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই সেই বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল অভিনেত্রীকে। তবে আগামীদিনে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা রয়েছে অভিনেত্রীর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥